শিক্ষিত তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তাঁদের এ খাতে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’। শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ১৭ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম।
ক্যাম্পে ডিজিটাল বাংলাদেশে তরুণদের সম্ভাবনা নিয়ে মূল বক্তব্যে এলআইসিটির কমিউনিটি স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখতে হলে শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ রিয়াজুল হাসান তথ্যপ্রযুক্তিতে তরুণ সমাজকে ভবিষ্যৎ জীবন গড়ার আহ্বান জানিয়ে বলেন, আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ছাত্রছাত্রীদের দ্বারপ্রান্তে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, তাঁরা যেন তার সঠিক ব্যবহার নিশ্চিত করেন।
এতে আরও বক্তৃতা করেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, কোডেক্স সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল সারওয়ার এবং উইমেন অ্যান্ড ডিজিটাল-এর ময়মনসিংহ কমিউনিটি লিডার নাহিদ বিনতে আনিস।
পরে অনলাইন কুইজে অংশগ্রহণকারী এক বিজয়ী শিক্ষার্থীকে ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে উই মোবাইলের সৌজন্যে একটি করে স্মার্টফোন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.