অলিম্পিক ফুটবলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ব্রাজিলিয়ানদের। এবারের অলিম্পিক ফুটবলের শিরোপা জিতলো ব্রাজিল। আর জয় শেষে ব্রাজিল অধিনায়ক নেইমার বললেন, অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। শনিবার রিওডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় কুড়ায় স্বাগতিক ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের শুরুর ও শেষের নায়ক অধিনায়ক নেইমারই। ফাইনালের ১২০ মিনিটের লড়াই শেষ হয় ১-১ গোলের সমতায়। ম্যাচে নেইমারের গোলেই এগিয়ে যায় ব্রাজিল। আর টাইব্রেকারে ব্রাজিলের শিরোপা জয়সূচক শটটি নেন এফসি বার্সেলোনার এ তুখোড় ফরোয়ার্ড। ফাইনাল শেষে ২৪ বছরের নেইমার বলেন, আমি এখন একজন চ্যাম্পিয়ন এবং আমি অধিনায়কের আর্মব্যান্ড খুলে রাখছি। অধিনায়ক হওয়াটা অনেক সম্মানের। তবে আমি আর অধিনায়ক থাকতে চাই না। আমি টিটেকে (জাতীয় দলের কোচ) জানাতে চাই তিনি এখন নতুন অধিনায়ক খুঁজে নিতে পারেন। খেলোয়াড়ি ক্যারিয়ারে আগেও শিরোপার স্বাদ নিয়েছেন নেইমার। মহাদেশীয় আসর ২০১৫ ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপা জেতেন তিনি ব্রাজিলের জার্সি গায়ে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে নেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার স্বাদও। নেইমার বলেন, এক শিরোপা থেকে অপরটিকে বড় করে দেখাটা পছন্দ নয় আমার। প্রতিটি প্রতিযোগিতা ও প্রতিটি শিরোপাই আমার কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই ব্রাজিলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঈশ্বরকে ধন্যবাদ আমরা তা পেরেছি। অনেক সংগ্রাম, পরিশ্রমের ফসল এটি। সর্বাধিক পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানরা নাগাল পাচ্ছিল না অলিম্পিক শিরোপার। আগে তিনবার ফাইনালে খেললেও শিরোপা অধরা থেকে যায় তাদের কাছে। সর্বশেষ ২০১২ লন্ডন অলিম্পিকসের ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ গোলে হার নিয়ে স্বপ্ন ভাঙে ব্রাজিলিয়ানদের। আর এবার নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছিল ব্রাজিলিয়ানরা। আর ফাইনালে জার্মানিকে পেয়ে আলাদা আবেগ পেয়েছিল ব্রাজিলিয়ানরা। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নিজ মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের অবিশ্বাস্য হার দেখে ব্রাজিল। বিশ্বকাপ শেষে নেইমারকে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। দুমাস আগে কোপা আমেরিকা সেন্টেনারিও আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কোচ দুঙ্গার ব্রাজিল। এতে দুঙ্গাকে সরিয়ে আদেনর লিওনার্দো বাচ্চিকে দায়িত্ব দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও রিও অলিম্পিকে ব্রাজিল দলের দায়িত্ব সামলান কোচ রোজারিও মিকেল। এবারের পুরুষ ফুটবলে ৬ গোল নিয়ে তালিকার শীর্ষে জার্মান তারকা সার্জ নাবরি। আসরে দ্বিতীয় সর্বোচ্চ চার গোল পেয়েছেন নেইমার। তবে নেইমার বলেন, একা কেউ ম্যাচ জেতে না। আমি আমার অনুভূতি বোঝাতে পারবো না। আমার স্বপ্ন পূরণ হলো। আর নিজ দেশের মাটিতে এমন সাফল্য নিয়ে আমি গর্বিত। ব্রাজিলের অলিম্পিক শিরোপা জয়ে ঝকঝকে ছবিটা ওয়েভারটনেরও। টাইব্রেকারে তখন ৪-৪ সমতা চলছে। জার্মান তারকা নিলস পিটারসেনের শট রুখে দিলেন ব্রাজিল গোলরক্ষক ওয়েভারটন। অর্থাৎ শেষ শটে গোল পেলেই শিরোপা ব্রাজিলের। এ সময় আগুয়ান নেইমারকে কিছু একটা বলেন ওয়েভারটন। কী বলেছিলেন তিনি? ওয়েভারটন বলেন, আমি তাকে বলেছিলাম ঈশ্বর তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। ঈশ্বর নেইমারকে পছন্দ করেন যেমনটি তিনি পছন্দ করেন আমাদের পুরো দলকে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.