শপথগ্রহণ শেষে যখন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করছিলেন ডনাল্ড ট্রাম্প, তখন কয়েক ব্লক দূরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এমন সংঘর্ষ প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন। এ খবর দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। খবরে বলা হয়, ওয়াশিংটন পত্রিকা ভবনের সামনে বিক্ষোভকারীরা অন্তত একটি বিলাসবহুল লিমোজিন গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। জানালা ভেঙেছেন। প্রতিক্রিয়ায় টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। ২ শতাধিক মানুষ আটক হয়েছেন। আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য। প্রতিবাদকারীদের মুখে শোনা যাচ্ছিল, ‘নো ট্রাম্প, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’সহ বহু স্ল্লোগান। পুলিশের বাধা অতিক্রম করে তারা সামনে যেতে চাইলে পেপার সেপ্র নিক্ষেপ করা হয়। কিছু বিক্ষোভকারী অভিযোগ করেন, পুলিশ কোনো প্রয়োজন ছাড়াই প্রতিক্রিয়া দেখিয়েছে। বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে। তবে কেউ কেউ বলেছেন, অল্পসংখ্যক বিক্ষোভকারী সহিংস হয়ে উঠেছিল। এর আগে মুখোশ পরিহিত কিছু বিক্ষোভকারী বেসবল ব্যাট দিয়ে ব্যাংক অব আমেরিকার একটি শাখা ও ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর জানালার কাচ ভাঙে। তবে আমেরিকাজুড়ে কিছু শান্তি র্যালিও হয়েছে। সান ফ্রান্সিস্কোর গোল্ডেন গেট ব্রিজে হাজার হাজার মানুষ মানববন্ধন তৈরি করে স্লোগান দিয়েছে, ‘লাভ ট্রাম্পস হেইট’। আটলান্টায় বিক্ষোভকারীরা সিটি হলে জড়ো হয়েছে। কয়েকশ’ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছে। বর্ণবাদ, পুলিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে ও অভিবাসী, মুসলিম ও কৃষ্ণাঙ্গদের প্রতি সমর্থন প্রকাশ করেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.