স্যার জন উইলসন স্কুল ২০১৫-১৬ সালের ১১তম আইজিসিএসই এবং ৪র্থ এ-লেভেল গ্র্যাজুয়েটদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ২৪ এপ্রিল ২০১৬, রবিবার গুলশান ক্লাবের লামডা হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, সভাপতিত্ব করেন স্যোশাল সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রাস্ট এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এফসিএ। এছাড়াও প্রিন্সিপাল ব্রিগে.জেনারেল (অব.) মির্জা তাজাম্মাল হোসেন বেগ, ট্রাস্টিবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্কুলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বমোট ৩৪ জন ও-লেভেল এবং ১২ জন এ-লেভেল গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ একটি সুদৃশ্য গ্র্যাজুয়েশন কেককাটা এবং একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্কুলটি ১৯৯৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সাতারকুলে নিজম্ব ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। এখানে ২০০ শতাধিক শিক্ষক ও প্রশাসকবৃন্দ ১৩ শতাধিক শিক্ষার্থীকে ইংরেজী মাধ্যমে পাঠ্যদানে নিয়োজিত আছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.