মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দুপুরের খাবারটা একধরনের দাওয়াতই বলা যায়।
স্থানীয় সময় শুক্রবার দুপুরেই (বাংলাদেশ সময় গভীর রাত) ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ব্লুমবার্গ জানিয়েছে, ক্যাপিটল হিলে আয়োজিত ট্রাম্পের ওই অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি যোগ দেন।
ইউএসএ টুডে জানিয়েছে, আপ্যায়ন শুরু হয় মেইন লবস্টার (একধরনের গলদা চিংড়ি) এবং গালফ শ্রিম্প (চিংড়ি) দিয়ে। সঙ্গে স্যাফরন সস। আরো ছিল পি নাট ক্রাম্বল। এরপর গরুর মাংস। সঙ্গে জুনিপার জাস নামে একটি খাবার। ডেজার্টে ছিল চকলেট আর চেরি ভ্যানিলা আইসক্রিম।
জানা যায়, ট্রাম্প এখন আর অ্যালকোহল নেন না। তবে অতিথিদের নিরাশ করবে না আয়োজকরা। অতিথিরা স্বাদ নিতে পারবেন ক্যালিফোর্নিয়া ওয়াইনের আর খাবারের সময় ছিল ক্যালিফোর্নিয়ার তৈরি শ্যাম্পেইন।
ওই আয়োজক কমিটির চেয়ারম্যান কংগ্রেসের সদস্য রয় ব্লান্ট বলেন, ‘অভিষেক ভোজে উভয় দলের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়। আমরা পৃথিবীকে দেখাই মার্কিনিরা কত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে।’
২০০৯ সালে বারাক ওবামার অভিষেক ভোজেও ছিল গলদা চিংড়ি, চিংড়ি ও বিভিন্ন সামুদ্রিক মাছ। তবে হাঁসের মাংস ও শীতের সবজি ছিল প্রধান খাবার। ডেজার্ট হিসেবে ছিল অ্যাপল স্পঞ্জকেক।
সূএ: ইন্টারনেট
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.