ভারত-ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডেতেও রানের বন্যা দেখলো ক্রিকেট সমর্থকরা। তবে আগের দুই ম্যাচে ভারত জিতলেও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে হােয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ইংল্যান্ড।
শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। এর ফলে অধিনায়কের দায়িত্ব নিয়ে টেস্টের পর প্রথম চ্যালেঞ্জেই ওয়ানডে সিরিজ জিতলেন বিরাট কোহলি।
টস হেরে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করে ইংল্যান্ড। জবাবে ৯ উইকেট হারিয়ে ৫ রান দূরে থাকতে থামে ভারতের ইনিংস।
আগে দুই ম্যাচেও রানের বন্যা দেখেছিল দর্শকরা। প্রথম ম্যাচে ইংলিশরা আগে ব্যাট করে করেছিল সাড়ে তিনশ রান। পরের ম্যাচে তো প্রথম ব্যাট হাতে ৩৮১ রান তােলে ভারত। দুটি ম্যাচেই জয় পায় কােহলির দল।
রোবারের ম্যাচে বড় স্কােরে ইংল্যান্ডের হয়ে সর্বােচ্চ ৬৫ রান করেন জেসন রয়। কেউ সেঞ্চুরি না পেলেও এই ম্যাচে সুযোগ পাওয়া জনি বেয়ারস্ট্রাের ৫৬, বেন স্টোকসের অপরাজিত ৫৭, অধিনয়াক ইয়ন মরগানের ৪৩ ও ক্রিস ওকসের ১৭ বলে ৩৪ রানে আবারও তিনশ ছাড়ানো স্কাের গড়ে ইংল্যান্ড।
ভারতের হয়ে হার্দিক পান্ডেয়া ৩টি ও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।
ইংলিশ ইনিংসের জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারানাে পর ৬৫ রানের জুটি গড়ে হাল ধরেছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিং। কোহলি ৫৫ আর যুবি ৪৫ রান করে আউট হলে ব্যাকফুটে চলে যায় ভারত। এদিন বড় স্কাের খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি (২৫)। তবে ষষ্ঠ জুটি ১০৪ রানে জুটি গড়ে ভারতে ম্যাচে ফেরান পান্ডেয়া ও কেদার যাদব। ৪৩ বলে ৫৬ রান করে আউট হন পান্ডেয়া।
পান্ডেয়া ফিরলেও ভারতকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন যাদব। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম বলে ছক্কা অার পরের বলে চার মারেন যাদব। শেষ চার বলে জয়ের জন্য দরকার হয় ৬ রানের। ভারতের ড্রেসিংরুমে জয় উৎযাপনের প্রস্তুতি চলার সময় পরপর দুটি ডটবল করেন ক্রিস ওকস। আর পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট যান যাদব। ৭৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন যাদব। তবে প্রথম ম্যাচে ৭৯ বলে ১২০ রান করে দল জেতালেও এ যাত্রায় সেটা করতে পারেননি তিনি। শেষ বলেও কোন রান নিতে ব্যর্থ হলে ৫ রানের জয় পায় ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে বেন স্টােকস ৩টি ও জ্যাক বল ও ক্রিস ওকস নেন ২টি করে উইকেট।
দুদলের মধ্যেকার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি কানপুরে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.