অনেক আলোচনার পর অবশেষে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেছেন গাম্বিয়ার দীর্ঘদিনের শাসক ইয়াহিয়া জামেহ। তবে তার দেশত্যাগের পর রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ১০ লাখ ডলারের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। বর্তমান প্রেসিডেন্ট আদামা ব্যারোর উপদেষ্টা মাই আহমাদ ফাত্তি এ কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি। আহমাদ ফাত্তি আরো বলেন, আর্থিক খাতের বিশেষজ্ঞরা হারানো অর্থের প্রকৃত পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছেন। জামেহ দেশ-ত্যাগের পর পার্শ্ববর্তী চাদগামী একটি কার্গো বিমানে বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সামগ্রী ওঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদে বলা হচ্ছে। তবে এ নিয়ে জামেহ নিজে কোনো মন্তব্য করেননি। বিবিসিও এসব দাবির সত্যতা আলাদাভাবে তদন্ত করেনি। প্রায় ২২ বছর ধরে ক্ষমতায় থাকার পর, জামেহ শনিবার দেশত্যাগ করেন। সমপ্রতি অনুষ্ঠিত একটি নির্বাচনে তিনি হেরে যান। প্রথমে নির্বাচনের ফল মেনে নিলেও, পরে ফল মেনে না নিয়ে ক্ষমতা ত্যাগে অস্বীকৃতি জানান। কিন্তু আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যস্থতা ও সামরিক হস্তক্ষেপের হুমকির পর অবশেষে তিনি দেশত্যাগে সম্মত হন। বর্তমান প্রেসিডেন্ট ব্যারো এখনো প্রতিবেশী দেশ সেনেগালে অবস্থান করছেন। তিনি সেখানে থাকা অবস্থাতেই গাম্বিয়ার দূতাবাসে শপথ নেন। এটি এখনো সপষ্ট নয় তিনি কখন দেশে ফিরবেন। তবে তাকে দেশে ফেরাতে পশ্চিম আফ্রিকান দেশগুলোর সেনারা রোববার রাজধানী বানজুলতে প্রবেশ করে। এই যৌথ বাহিনীর নেতৃত্বে থাকা সেনেগালের এক জেনারেল বলেন, রাষ্ট্রীয় কোষাগার কার্যত খালি। অর্থ মন্ত্রণালয় ও গাম্বিয়ার কেন্দ্রীয় ব্যাংকের টেকনেশিয়ানরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামেহ গত দুই সপ্তাহে প্রায় ১ কোটি ১০ লাখ ডলার সঙ্গে নিয়ে গেছেন। বর্তমানে জামেহ ইকোয়াটোরিয়াল গিনিতে অবস্থান করছেন বলে বিভিন্ন সংবাদে বলা হচ্ছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.