খুরশেদ ও মুরশেদ চাচতো দুই ভাই। জীবিকার সন্ধানে ঢাকায় এসে নানাভাবে হেনস্তা হয় দুজন। একজন উচ্চমাধ্যমিক ও অন্যজন বিএ পাস হলেও ইংরেজিতে দুজন খুবই দুর্বল। টু-লেট কে টয়লেট ভেবে একটি বাসায় ঢুকে পড়ে তারা। দারোয়ানের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হলে বাড়ির মালিকের মেয়ে কানিজ এসে তাদের বোঝানোর চেষ্টা করে। কানিজকে দেখে এগিয়ে আসে তার চাচাতো ভাই ডিজে মাইকেল। কানিজ ও মাইকেলের ইংরেজিতে কথাবার্তা শুনে আগ্রহী হয়ে খুরশেদ ও মুরশেদ ইংরেজি শিক্ষা কোর্সে ভর্তি হয়। কানিজের ধারে কাছে যাতে না ভিড়তে পারে সে জন্য মাইকেল তাদের মাথায় চেপে বসে। ড্যানিকে দিয়ে মৃত্যুর হুমকি দেয়। মহাবিপদে পড়ে যায় খুরশেদ, মুরশেদ। বুঝতে পারে না এখন তারা কি করবে। এমনই গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘আই ই এলটি এইচ’ রাজধানীর উত্তরা ও গুলশানে সমপ্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন হাসান মাসুদ, ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, যাহের আলভী, আবির মির্জা, তোফায়েল, আবিদ, ড্যানি প্রমুখ। সেজান নূরের রচনায় এটি পরিচালনা করেছেন মারুফ আহমেদ। আগামীকাল বেলা ৩টা ০৫ মিনিটে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.