ঘুড়ি আকাশে। আর নাটাই কামরানের হাতে। রং-বেরংয়ের এই ঘুড়ি আকাশে উড়িয়ে সিলেটে ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করেছেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন কামরান। আর এই ঘুড়ি উৎসবের আয়োজক সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ঘুড়ি উৎসবের উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে এমসি কলেজ মাঠে উপস্থিত হয়েছিলেন হাজারো দর্শক। সিলেটের এই ঘুড়ি উৎসবের প্রস্তুতি চলছিল কয়েক দিন ধরে। এ কারণে বর্ণিল সাজে সাজানো হয় সিলেটের এমসি কলেজ মাঠ। গতকাল সকাল সাড়ে ৯টায় করা হয় ঘুড়ি উৎসবের উদ্বোধন। এরই মধ্যে ঘুড়ি প্রদর্শনী প্রতিযোগিতা শেষ হয়েছে। আকাশে উডছে বাঘ, অজগর, অক্টোপাস, জেলি ফিশসহ আরো কত প্রাণী আর দর্শক প্রাণভরে উপভোগ করছে সেই দৃশ্য। তবে এগুলো সত্যিকারের প্রাণী নয়, প্রাণীর আদলে তৈরি ঘুড়ি। আকাশে ঘুরে বেড়ানো এসব কাগুজে ‘প্রাণীর’ দৌড়ঝাঁপ আর কাটাকাটির লড়াই উপভোগ করতে সকাল থেকেই সেখানে ভিড় করেছেন দর্শকরাও। উৎসবে যোগ দিতে সকাল থেকেই রঙবেরঙের ঘুড়ি নিয়ে মাঠে আসতে থাকেন প্রতিযোগীরা। ছোট-বড় সবার অংশগ্রহণের মধ্য দিয়ে মুখরিত হতে পুরো মাঠ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও যেন বাড়ছে। উৎসবের আনন্দ আরো এক ধাপ বাড়িয়ে দিচ্ছে কিশোরদের ঘুড়ি কাটাকাটি খেলা। ২০১১ সালে কাউন্সিলর আজাদ প্রথম ঘুড়ি উৎসবের আয়োজন করেন। দ্বিতীয় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। কয়েক বছর বিরতি দিয়ে এবার আয়োজন করা হচ্ছে ৩য় ঘুড়ি উৎসব। এদিকে, ঘুড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে যোগ দিয়েছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ অতিথিরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.