পূর্ণিমা। অভিনেত্রী ও মডেল। আবারও নতুন একটি কাজে দর্শক তাকে ছোট পর্দায় দেখতে পাবেন। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। একটি ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপন এটি। পূর্ণিমা মানবজমিনকে বলেন, বিজ্ঞাপনের গল্পটা বেশ মজার। এটি নির্মাণ করেছেন নাসিম। বাংলাদেশে খুব ভালো কিছু কাজ এখনও হচ্ছে। তা এই কাজটি দেখলে দর্শক বুঝতে পারবে। শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। গত বছরের শেষদিকে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন পূর্ণিমা। এছাড়া মাত্র ৫ মিনিটের জন্য সচেতনতামূলক একটি নাটিকাতে অভিনেতা রওনক হাসানের বিপরীতে কাজ করতে দেখা যায় তাকে। জন সচেতনতামূলক এই ডকুড্রামাটি পরিচালনা করেন টুকু মজনিউল। বাংলাদেশে টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে। এছাড়া গতকাল এনটিভিতে তার অভিনীত ‘হলুদ রঙের ময়না’ নাটকটি প্রচার হয়। অনেক দিন ধরেই বড় পর্দায় নতুন করে কাজের প্রস্তাব পেলেও এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে দিলারা হানিফ রীতা ওরফে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তার অভিনীত ৮০টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এ অভিনেত্রী। সবশেষ ২০১৪ সালে পূর্ণিমা অভিনীত ও সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিটি মুক্তি পায়। এরপর তাকে বড় পর্দায় আর পাওয়া যায়নি। তবে মাঝে ছোট পর্দায় ফেরার পর ‘দেয়ালের ওপারে’, ‘সন্দেহে মনদাহ’, ‘ফিরে যাওয়া হলো না’, ‘বাকবাকুম পায়রা’, ‘প্রিয় রং হলুদ’সহ বেশকিছু নাটকে কাজ করে বেশ প্রশংসিত হন জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া নাগরিক টিভির জন্য রেদওয়ান রনির ‘ক্যান্ডি ক্র্যাশ’ নামে একটি ধারাবাহিকে কয়েকদিন শুটিং করেন তিনি।