দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের নির্মূলের আগ পর্যন্ত নিজেদের মাদকবিরোধী যুদ্ধ স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের পুলিশ। দেশটির পুলিশ প্রধান রনাল্ড দেলা রোসা সোমবার সাংবাদিকদের বলেন, তিনি মাদক বিরোধী অভিযানে নিযুক্ত পুলিশ ইউনিটকে ভেঙে দেবেন। সমপ্রতি পুলিশের ওই ইউনিটের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগ ওঠে। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ প্রধান। এ খবর দিয়েছে আল-জাজিরা। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ান ব্যবসায়ী জি-ইক-জু-র মৃতদেহ জাতীয় পুলিশ বাহিনীর সদর দপ্তরে পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দেলা রোসা বলেন, ‘প্রত্যেক দুর্নীতিগ্রস্ত পুলিশকে বলছি, সতর্ক হয়ে যান! আমাদের মাদকবিরোধী অভিযান আর নেই।’ তিনি আরো বলেন, ‘আমরা আমাদের বাহিনীতে সংস্কার চালাবো। এরপর হয়তো আমরা আমাদের অভিযান পুনরায় চালু করবো। প্রেসিডেন্ট আগে আমাদের সংস্থায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে বলেছেন।’ পুলিশের এই মাদকবিরোধী এই অভিযানে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে। আল-জাজিরার ম্যানিলা প্রতিবেদক এক বার্তায় বলেন, পুলিশ ও সরকার পরস্পরবিরোধী কথা বলছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে রোববার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নিজের শাসনামলের শেষদিন পর্যন্ত তিনি মাদকবিরোধী লড়াই চালিয়ে যাবেন। প্রসঙ্গত, দুতের্তে গত বছরের মে মাসে ক্ষমতায় আসেন। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মাদক নিধন। দুতের্তের সবচেয়ে সপষ্টভাষী সমালোচক সিনেটর লেইলা দে লিমা তার এক বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট ও পুলিশ প্রধানের উচিত হত্যা বন্ধ করার নির্দেশ দেয়া। এএনসি টেলিভিশনকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, মাদকবিরোধী ইউনিটের ভাঙন মূলত যা বোঝায় তা হচ্ছে, যারা এই অভিযানের সঙ্গে যুক্ত তারাই এই মাদক বিরোধী লড়াইয়ের নামে অবৈধ কাজকর্ম করছে। দুতের্তের এই মাদকবিরোধী অভিযান পশ্চিমা দেশগুলোতে উদ্বেগের সৃষ্টি করেছে। বেশকিছু মানবাধিকার সংস্থা দুতের্তের বিরুদ্ধে পুলিশের বিচারবহির্ভূত হত্যার বিষয়টি অগ্রাহ্য করার অভিযোগ তুলেছে। তবে আত্মরক্ষার যুক্তিতে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.