আবার বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ও মিস এশিয়ান সুপার মডেলখ্যাত বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। বাংলাদেশে বিএমডব্লিড সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ির প্রচারণার অনুষ্ঠানে গত বছরের ২১শে মার্চ ঢাকায় এসেছিলেন তিনি। তবে এবার তার অভিনীত ‘পরবাসিনী’ ছবির মুক্তি উপলক্ষে তিনি ৪ঠা মে ঢাকায় আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক স্বপন আহমেদ। তিনি মানবজমিনকে বলেন, এ ছবির প্রচারণার কাজেই মূলত উর্বশী ঢাকায় আসবেন। দর্শকের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। ৫ই মে সারা দেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। উর্বশী এ ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন। সায়েন্স ফিকশন ও ডিটেকটিভ থ্রিলারমূলক এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। টানা তিন বছর চলে এ ছবির শুটিং। এত দেরি করে ছবিটি মুক্তি দেয়ার কারণ জানতে চাইলে পরিচালক স্বপন আহমেদ বলেন, বাংলা ছবির অবস্থা আর আগের মতো নেই। তাই ছবিটি মুক্তি দেয়ার কথা আগে থাকলেও আমার প্রযোজক সাহস পাননি। তবে এবারের মুক্তির তারিখ আর পরিবর্তন হবে না। ‘পরবাসিনী’র নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী রিত মজুমদারকে। ইমনের বিপরীতে তাকে দেখা যাবে। আরো অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ দেশ-বিদেশের অনেক অভিনেতা-অভিনেত্রী। উল্লেখ্য, কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্র ‘পরবাসিনী‘র শুটিং হয়েছে ফ্র্যান্স, ইতালি, জার্মানি আর সুইজারল্যান্ডে। ব্যয়বহুল এ ছবিটি নিয়ে বেশ আশাবাদ প্রকাশ করেছেন ছবির নায়ক ইমন। এর আগেও এ ছবির মুক্তির তারিখ নির্ধারণ হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে আসছে ৫ই মে ছবিটির মুক্তির তারিখ আর পরিবর্তন হবে না বলে নিশ্চিত করেছেন পরিচালক।