মালয়েশিয়ার একটি কারখানায় কর্মরত বিদেশি শ্রমিক। ছবি : মালয় মেইল অনলাইন
সরকারিভাবে আর বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। এখন থেকে বেসরকারিভাবে সেসব কোম্পানি এবং নিয়োগদাতাদের প্রয়োজন হবে তারা নিজেরাই উদ্যোগী বিদেশি শ্রমিক নেবে। সরকার শুধু প্রয়োজন বিবেচনা করে বিদেশি শ্রমিকের নিয়োগের ব্যাপারে অনুমোদন দেবে। তবে এ ক্ষেত্রে কঠোর শর্ত মানতে হবে। মালয়েশিয়ার গণমাধ্যমে এ কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে ড. আহমাদ জাহিদ হামিদি বলেন, ‘সরকারের দিকে আঙুল তুলবেন না। কারণ, শ্রমিকের চাহিদা এসেছে শিল্প খাত থেকে এবং সরকার শুধু এই প্রক্রিয়াকে সহজতর করতে চায়। আসলেই দেশে কী পরিমাণ বিদেশি শ্রমিক দরকার তা নিয়ে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। এই গবেষণা সরকারকে দেশে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।’
অপর এক প্রশ্নের জবাবে আহমাদ জাহিদ জানিয়েছেন, বিদেশি শ্রমিকের সংকটের কারণে কিছু অর্থনৈতিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাম ওয়েল-শিল্প প্রতি মাসে দুই বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত করে ক্ষতির মধ্যে পড়েছে। আর শ্রমিকের অভাবে কমপক্ষে ২৪টি আসবাব তৈরির কারখানা বন্ধই হয়ে গেছে।
ড. জাহিদ আরো বলেন, মালয়েশিয়ার অবৈধ শ্রমিক প্রবেশ ঠেকাতে মন্ত্রণালয়ও তৎপরতা দেখিয়েছে। এ বছরের ১৫ জুন পর্যন্ত ৫৬২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯১ হাজার ৭৫ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়েছে, যার মধ্যে ২৭ হাজার ৪৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। এমনকি ৬৬২ জন নিয়োগদাতা এবং বিদেশি শ্রমিক আনার সাতটি চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.