বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী জ্যাকুলিন গ্যালান্ট। ওই হামলার পর অব্যাহত সমালোচনার মুখে শুক্রবার পদত্যাগ করেন তিনি। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না নেয়ায় সন্ত্রাসীরা হামলা চালাতে সক্ষম হয়েছে বলে বিরোধী দলগুলো গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগ তোলে। গত ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) জোড়া সন্ত্রাসী হামলায় বিমানবন্দরে ১৬ জনসহ মোট ৩২ জন নিহত হন। মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। অবশ্য এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল পরিবহনমন্ত্রীর পদত্যাগে বিরোধী দলের দাবি নাকচ করে দিয়েছিলেন।