পুরান ঢাকার ইসলামপুরে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ ইসলাম তিন আসামিকে এ হত্যা মামলায় হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আটক আরেক আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকর মহানগর হাকিম সাজ্জাদুর রহমান আসামি খাদেম হাবিবুর রহমান, তাঁর সহযোগী মো. মোশারফ হোসেন ও তোফাজ্জল হোসেনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে সারোয়ার হালিমকে ৫৪ ধারায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ বলেন, হত্যা মামলার মূল আসামি হাবিবের বাড়ি নড়াইল। নড়াইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর আগে নেত্রকোনা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়। তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয় কেরানীগঞ্জ থেকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘আমাদের কাছে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নইলে আমরা অস্ত্র উদ্ধার করলাম কীভাবে। তাঁরা যদি দুর্ঘটনা না ঘটাতেন তাঁরা কেন পালিয়ে যাবেন। এর আগে কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণপদ মজুমদার এ চারজনকে গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেন। গত ৪ এপ্রিল ইসলামপুর এলাকার ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগেও মসজিদের মধ্যে তাঁকে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং সে সময় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সে ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। মুয়াজ্জিন মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন।পুলিশ জানিয়েছে, যে ছুরি দিয়ে ওই মুয়াজ্জিনকে খুন করা হয়েছিল তা গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যে পুরান ঢাকার একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.