দূষণের কারণে চীনের শিজিয়াঝুয়াং শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দূষণের আস্তরণ কালো মেঘের মতো শহরটিকে ছেয়ে ফেলেছে।
এ রকম পরিস্থিতির মধ্যেও দেরিতে স্কুল বন্ধের ঘোষণা আসায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জনসাধারণ। এই সিদ্ধান্ত নিতে টানা পাঁচ দিন পার করায় অভিভাবকরা বলেছেন, শিশুদের স্বাস্থ্যের দিকে লক্ষ না রেখে অযথাই সময় নষ্ট করেছে কর্তৃপক্ষ।চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াঝুয়াং গত শুক্রবার থেকে দূষণের কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। শুক্রবারই সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়। পাশাপাশি আরো ২০টি শহরেও একই ধরনের সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দূষণ সৃষ্টিকারী কারখানা এবং গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে শহরের শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিতে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত অপেক্ষা করে। এর পাশের পেইচিং ও তিয়ানজিন শহরে এরই মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত শুধু কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুলের জন্য প্রযোজ্য। মাধ্যমিক পর্যায়ে স্কুল বন্ধ থাকবে কি না সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
তবে শিক্ষা দপ্তরের এই বিলম্বিত সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছে, ‘মাধ্যমিকের শিক্ষার্থীরা বায়ুদূষণ রোধ করতে পারবে? নাকি আমরা অসুস্থ হওয়ার পর আপনারা বিষয়গুলো ঠিক করবেন?’ সূত্র : এএফপি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.