ঢাকায় কর্মরত ৪০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারির জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। আগামী তিনবছরের মধ্যে এ সুবিধা গড়ে তোলা হবে। বর্তমানে মাত্র আট শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারি সরকারি আবাসন সুবিধা পান।
আজ শুক্রবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য আবাসিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন। গণপূর্ত অধিদপ্তর এসব ভবন নির্মাণ করছে। মন্ত্রী আগারগাঁও, আজিমপুর ও মতিঝিলে নির্মাণাধীন ভবনসমূহ পরিদর্শন করেন।
তিনি বলেন, বিভিন্ন কোয়ার্টার্সের বর্তমান পুরাতন ভবনগুলো ভেঙে সুউচ্চ বহুতল ভবন নির্মাণ করা হবে। এর ফলে অল্প জমিতে অধিক সংখ্যক কর্মকর্তা-কর্মচারির আবাসিক সুবিধা গড়ে তোলা যাবে। আমাদের ভূমি সীমিত বলে সুউচ্চ আবাসকি ভবন নির্মাণ করে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।
মন্ত্রী কাজের অগ্রগতি এবং গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্মাণাধীন প্রতিটি ভবনে পৃথক স্যুয়োরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সীমানা প্রাচীরের অভ্যন্তর ঘেঁষে পায়ে হাঁটার পথ নির্মাণের নির্দেশ দেন। একইসাথে কোয়ার্টার্সের অভ্যন্তরের খালি জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: হাফিজুর রহমান মুন্সী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ উর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগারগাঁও এলাকায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য ১৫ তলার আটটি ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে মোট ৪৪৮ জন কর্মকর্তা কর্মচারি বসবাস করতে পারবেন। এজন্য ব্যয় ধরা হয়েছে ২১৮ কোটি টাকা। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে এসব ভবনে কর্মকর্তা-কর্মচারিরা বসবাস করতে পারবেন। আজিমপুরে ২৪৮ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ছয়টি ২০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে মোট ৪৫৬ জন কর্মকর্তা-কর্মচারির আবাসনের ব্যবস্থা হবে। মতিঝিলে চারটি ২০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে ৫৩২ জন কর্মকর্তা-কর্মচারি বসবাস করতে পারবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১২ কোটি টাকা। ২০১৮ সালের মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ শেষ হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.