হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পেশাল স্পিন কোচ হিসেবে গতকাল থেকে কাজ শুরু করেছেন ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ভেঙ্কটাপতি রাজু। স্পেশাল এই স্পিন ক্যাম্পে তিনি এইচপির ১৭ ক্রিকেটার ছাড়াও কাজ করবেন জাতীয় দলের ৮ ক্রিকেটারের সঙ্গে। তবে তিনি স্পিনারদের স্টাইল বদলাতে বা অমূল কোনো পরিবর্তন করতে চান না। তার মতে প্রতিভাবান স্পিনারদের বোলিং বৈচিত্র্য আরো ধারালো কিভাবে করা যায় সে পরামর্শই দেবেন তিনি। কাজও করবেন সেভাবেই। তিনি বলেন, ‘এশিয়ার দেশগুলো স্পিনের ওপর নির্ভরশীল এবং এখান থেকে অনেক স্পিনার বেরিয়ে আসে। তেমনি এইচপি ক্যাম্পেও দেখলাম বাঁহাতি স্পিনার, অফস্পিনার এবং লেগস্পিনার রয়েছে। তাদের ভেতরে প্রতিভা আছে। তারা ভালো বোলার হয়ে উঠতে পারে। তাদের ভিডিও অ্যানালাইসিস করেছি। বুঝতে পেরেছি কি করতে হবে। তাদের স্বাভাবিক বৈচিত্র্য বদলের কিছু নেই এখানে। ভালো একজন ব্যাটসম্যানকে কিভাবে বল করতে হবে। উইকেট কিভাবে নেয়া যায়। স্বাভাবিক থেকে পরিকল্পনামাফিক কিভাবে বোলিং করা যায় সেটি নিয়েই আমি কাজ করছি।’ বাংলাদেশের উন্নতি দেখে মুগ্ধ রাজু। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন, এভাবে খেলতে থাকলে বাংলাদেশ দলও আরো উন্নতি করবে। এমনকি মাশরাফিদের ক্রিকেট খেলাকে ভারত দলের কাছাকাছি মানের বলতেও দ্বিধা করেননি তিনি। বলেন, ‘আমি দেখেছি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ-ভারত লড়াই। দুটি দলকে খুব কাছাকাছি মনে হয়েছে। বাংলাদেশ যতই খেলবে ততই উন্নতি করবে।’ শুধু তাই নয়, বড় দলগুলোর সঙ্গে টাইগারদের বেশি খেলার বিষয়ে জোর দিয়ে রাজু বলেন, ‘ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে। তবে সেটি লম্বা সময় পর। বড় দলের বিপক্ষে টি- টোয়েন্টিতে দীর্ঘদিন পর ভালো করেছে বাংলাদেশ। বড় দলগুলোর কঠিনতম প্রতিদ্বন্দ্বী হতে হলে লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। তাহলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত মূল্যায়ন পাবে। সেই সঙ্গে আপনাকে অভিজ্ঞ হতে হলে অনেক ম্যাচ খেলতে হবে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.