জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুসমা) মালিতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আবুল বাশার, ইএমই অপারেশনাল কার্যক্রমে নিয়োজিত থাকা অবস্থায় ১৩ই অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর ১১ মাস। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মরহুমের মরদেহ ২২শে অক্টোবর দেশে আনা হয় এবং ২৪শে অক্টোবর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের আত্মীয়-স্বজনের পাশাপাশি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ও সকল পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে সামরিক হেলিকপ্টারযোগে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার পুরাকান্দি গ্রামে নেয়া হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল ও ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে বিদায়ী সালাম প্রদান করেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশসহ তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.