ভারতের নয়াদিল্লির মানডি হাউজের অডিটোরিয়ামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হন ফায়ার সার্ভিসের দুই কর্মী।গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এফআইসিসিআই ভবনে অবস্থিত জাদুঘরের সর্বোচ্চ তলায় আগুন ধরে। পরে জাদুঘরের ছয়টি তলায় আগুন ছড়িয়ে পড়ে।আগুনে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৫টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের ভেতরের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।ফায়ার সার্ভিসের দগ্ধ দুই কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের প্রধান। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।