প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট। এর একটিও বিরাট কোহলির নয়। স্বপ্নের সেই সিরিজের পর ভারতের বিপক্ষে আরো খেলেছেন মুস্তাফিজুর রহমান। তখনো দেখা পাননি বিরাট কোহলির উইকেটটির। এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, রোহিত শর্মা, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসনের মতো তারকাদের শিকার করলেও কোহলির উইকেট না পাওয়াটা হয়তো পোড়াচ্ছিল সময়ের অন্যতম সেরা এ পেসারকে। আক্ষেপটা মিটল অবশেষে। ৩০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে নিজের প্রথম ওভারেই ফেরান মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদও কোহলিদের হারায় ১৫ রানে। এ ছাড়া গত পরশু রাইজিং পুনে
সুপারজায়ান্টকে ৮ উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্সকে ২৩ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
নিজেদের মাঠে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫০ বলে ৯২ ও কেন উইলিয়ামসনের ৩৮ বলে ৫০-এ বেঙ্গালুরুর বিপক্ষে ৫ উইকেটে ১৯৪ করেছিল হায়দরাবাদ। জবাবে চারজন বদলে খেলতে নামা বেঙ্গালুরু থামে ৬ উইকেটে ১৭৯-তে। লোকেশ রাহুল ৫১ ও এবি ডি ভিলিয়ার্স করেছিলেন ৪৭। ৪ ওভারে ৩৪ রানে মুস্তাফিজ পান কোহলির উইকেটটি।
মুস্তাফিজ আলো ছড়ালেও চলতি আইপিএলে মোটেও সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। গতকালও এই অলরাউন্ডারের জায়গা হয়নি কলকাতা নাইট রাইডার্সের একাদশে। তাঁকে ছাড়াই অবশ্য বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। ক্রিকইনফো
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.