গত ২৫ এপ্রিল আইসিসির সভা থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ওয়ানডে র্যাংকিংয়ে নাকি পাঁচে উঠে গেছে বাংলাদেশ! তখন এটিকে দেশের ক্রিকেটের একটি বড় অর্জন বলে আখ্যা দিয়েছিলেন তিনি। অথচ অল্প কয়েকদিনের ব্যবধানে দেখা গেল খবরটি একেবারেই উল্টো। আজ বুধবার আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশ সপ্তম স্থানেই আছে।
তবে মাশরাফিদের রেটিং বেড়েছে ১। বাংলাদেশের এখন রেটিং ৯৮।
অবশ্য অষ্টম এবং নবম স্থানের রদবদল হয়েছে। অষ্টম থেকে নেমে পাকিস্তান এখন নবম। আর ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে আটে।
অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রানার্সআপ নিউজিল্যান্ড। তৃতীয় দক্ষিণ আফ্রিকা, ভারত চতুর্থ, শ্রীলঙ্কা পঞ্চম ও ইংল্যান্ড ষষ্ঠ। আর দশম স্থানে আফগানিস্তান ও জিম্বাবুয়ে ১১তম।
র্যাংকিং দল রেটিং প্রথম অস্ট্রেলিয়া ১২৪ (-২) দ্বিতীয় নিউজিল্যান্ড ১১৩ (-১) তৃতীয় দক্ষিণ আফ্রিকা ১১২ (-) চতুর্থ ভারত ১০৯ (-৪) পঞ্চম শ্রীলঙ্কা ১০৪ (-) ষষ্ঠ ইংল্যান্ড ১০৩ (+২) সপ্তম বাংলাদেশ ৯৮ (+১) অষ্টম ওয়েস্ট ইন্ডিজ ৮৮ (+২) নবম পাকিস্তান ৮৭ (-) দশম আফগানিস্তান ৫১ (+৪) এগারোতম জিম্বাবুয়ে ৪৭ (+২)
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.