মহান আল্লাহ ও কোরআন শরীফ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় মাইশা তানুসকা ইমা (২০) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কুমারখালী থানার উপরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন। আটক ইমা কুমারখালীর এলাঙ্গীর তাজিম মোড় এলাকার রাশেদ রানার মেয়ে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সংবাদ আসে কুমারখালীর এলাঙ্গীর তাজিম মোড় এলাকায় মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় মাইশা তানুসকা ইমা (২০) নামের এক তরুণীর বাড়ি ঘিরে রেখেছে স্থানীয়রা। পুলিশ এ সংবাদে ইমার বাড়ি পৌঁছে তাকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ তাকে আটক করে ৫৭ ধারায় মামলা দায়ের করেছে।