আইপিএলের নবম আসরে নিজেদের অষ্টম ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে বরাবরের মত জ্বলে উঠেছে মুস্তাফিজ। আজকের ম্যাচে তার নিজের প্রথম ওভারেই দুর্দান্ত বল করেন তিনি। এ ওভারের প্রথম বলেই ক্যাচ উঠলেও মিস করেন ধাওয়ান। ফলে একটি উইকেট বঞ্চিত হন তিনি। তাতে কি, মুস্তাফিজ তো আর সাধারণ বোলার না। তিনি যেকোনো মুহূর্তেই দেখাতে পারেন তার কারিশমা। তাই এই ওভার শেষ না হতেই আবারো দেখালেন তার সেই অস্ত্র। করলেন একই ওভারের চতুর্থ বলে কাটার। এ সময় তাকে সহযোগিতা করলেন কেন উইলিয়ামসন। তিনি দীনেশ কার্তিকের এক দুর্দান্ত ক্যাচ লুফে নেন। ফলে শূন্য রানেই সাজঘরে ফিরে যান কার্তিক।
এতেই থেমে থাকেনি মুস্তাফিজ যাদু। তার চতুর্থ ওভারের স্লোয়ার কাটারের ফাঁদে পড়েন জাদেজা। তিনি ১ রান করেই স্পষ্ট বোল্ড হয়ে ফিরে যান। শেষপর্যন্ত মুস্তাফিজ নিজের ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। আর এভাবেই ক্রিকেটবিশ্বকে জানান দিয়ে যাচ্ছেন তার বিস্ময়কর প্রতিভা। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুক্রবার নিজেদের মাঠে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলছে হায়দরাবাদ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.