তৈলাক্ত ত্বকে অনেক দ্রুত ময়লা ও ধুলাবালি জমে। এর ফলে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। যা ব্রণের প্রধান কারণ। তাই এ ধরনের ত্বকে নিয়মিত স্ক্রাবিং করা জরুরি। এ ক্ষেত্রে প্রাকৃতিক স্ক্রাবার ব্যবহার করতে পারেন। এতে ত্বকের মরা কোষ দূর হবে এবং ত্বক পরিষ্কার ও মসৃণ হবে।
কী কী প্রাকৃতিক উপাদান দিয়ে তৈলাক্ত ত্বকের স্ক্রাবার তৈরি করবেন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে।
যা যা লাগবে
শসা একটি, ওটমিল এক টেবিল চামচ, অ্যালোভেরার রস দুই টেবিল চামচ। শসার ত্বক উজ্জ্বল ও দাগহীন করে। অন্যদিকে ওটমিল ত্বকের মরা কোষ দূর করে। আর অ্যালোভেরার রস ত্বক নরম ও মসৃণ করে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে শসা কুচি করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা শসার সঙ্গে ওটমিল ও অ্যালোভেরার রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এবার ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।