বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল ওমেন লিডার্স ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এই সরকারি সফরে যাওয়ার জন্য লন্ডনের উদ্দেশে আজ রোববার তিনি ঢাকা ছাড়বেন। ওই ফোরামে অংশ নেওয়া ছাড়াও বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো মেতোদিয়েভ বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি বিকেল সোয়া ৪টায় (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর সোয়া ১টায় (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।
বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়কমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান ওমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাসহযোগে হোটেল মারিনেলা সোফিয়ায় নিয়ে যাওয়া হবে। বুলগেরিয়া সফরকালে সেখানেই প্রধানমন্ত্রী অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী ১৮ মে বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠেয় গ্লোবাল ওমেন লিডার্স ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। ফোরামে প্রধান অতিথি হিসেবে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাষ্ট্রপতি রোজেন প্লেনিলিয়েভের সঙ্গে রাষ্ট্রপতির প্রাসাদে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি সই হবে। এর পর তাঁরা যৌথ বিবৃতি দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ড হোটেল সোফিয়াতে ইউনেস্কোর মহাপরিচালক, সিমেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বুলগেরিয়ান কাউন্সিল অব ওমেন ইন বিজনেসের চেয়ারপারসন বরিয়ানা মানোলোভা আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তাঁর সম্মানে বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচেভার উদ্যোগে গ্র্যান্ড হোটেল সোফিয়ায় আয়োজিত ভোজসভাতে যোগ দেবেন।
২১ মে সকাল সাড়ে ৬টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.