গান-পাগলদের দারুণ পছন্দের একটি অ্যাপ সাউন্ড হাউন্ড। বিশ্বজুড়ে গান খুঁজে বের করার জন্য এর জুড়ি নেই। ট্র্যাক রিকগনিশন ফিচারের মাধ্যমে আপনার পছন্দের গানটি নিমেষে খুঁজে দিতে পারে এই অ্যাপ। ব্যবহারকারীদের কাছে আরো সহজে এই সেবাদানের জন্য ১৭ মে সাউন্ড হাউন্ড চালু করেছে এর ভয়েস ওভার কন্ট্রোল পরিসেবা ‘OK Hound’। সিনেট ও ডিজিটাল ট্রেন্ডের খবরে সাউন্ড হাউন্ডের এই নতুন সংযোজনের বিষয়ে বিস্তারিত জানা গেছে।
এই নতুন ফিচারের মাধ্যমে ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার পছন্দের গানটির জন্য ট্র্যাক সার্চ দিতে পারবেন, আপনার প্লে-লিস্টে গান যোগ করতে বা বাদ দিতে পারবেন, যেমনটি করা যায় স্পটিফাই, প্যান্ডোরা ও অ্যাপল মিউজিকে।
ভয়েস সার্চের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম নির্মাণের জন্যই সাউন্ড হাউন্ডের এ উদ্যোগ। শুধু গান যোগ করা বা বাদ দেওয়া অথবা গান খোঁজার মধ্যেই এটি সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে আপনি যেকোনো মিউজিক আর্টিস্টের সম্বন্ধে বিভিন্ন তথ্য, অ্যালবাম নিয়ে খবরাখবর জানতে পারবেন। এমনকি আপনি যদি এমন কোনো সেলিব্রেটি সম্পর্কে জানতে চান, যে মিউজিকের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাহলে সাউন্ড হাউন্ড আপনাকে ওই সেলিব্রেটির সঙ্গে সম্পর্কিত গানগুলোর খোঁজ দিতে চেষ্টা করবে। এত কিছু করতে আপনাকে কিছুই করতে হবে না। শুধু অ্যাপটি খুলবেন এবং মুখে আদেশ দেবেন! ব্যস, সবকিছু আপনার স্ক্রিনে চলে আসবে।
এ ব্যাপারে ডিজিটাল ট্রেন্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সাউন্ড হাউন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিভান মোহাজের বলেন, ‘আমি বিশ্বাস করি যে আপনি ততক্ষণ পর্যন্ত একটি প্ল্যাটফর্মে ভরসা রাখতে বা সেটিকে ভালোবেসে ব্যবহার করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত তা আপনাকে একটি অবিশ্বাস্য এবং সত্যিকার কার্যকর সেবা না দিতে পারবে।’
এরই মধ্যে সাউন্ড হাউন্ড বেশ সফলতার মধ্যে পথ অতিক্রম করেছে। বিশ্বজুড়ে প্রায় এর ডাউনলোড হয়েছে ৩০ কোটি বারের মতো! অ্যাপটি বিনামূল্যে অ্যানড্রয়েড ও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.