আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের দলনেতা ডেভিড ওয়ার্নার। হ্যামিস্ট্রিং ইনজুরিতে
পড়ে আজকের ম্যাচের সেরা একাদশ থেকে ছিটকে পড়েন হায়দরাবাদের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান। ফলে মুস্তাফিজ বিহিনি হায়দরাবাদের বোলিং আক্রমনের সামনে ফাইনালে ওঠার আশা নিয়ে ব্যাট করতে নামে গুজরাটের দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ও একলাভিয়া তিভেদি। কিন্তু ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই উইকেট হারায় গুজরাট। ভুবনেশ্বরের বলে তিভেদি ৫ রানে ফিরে গেলে ক্রিজে আসেন অধিনায়ক সুরেশ রায়না। কিন্তু রায়নাকে উইকেটে থিতু হওয়ার আগেই ১ রানে সাজঘরে পাঠান টেন্ট বোল্ট। পরবর্তীতে দীনেশ কার্তিক ও ম্যাককালাম ৪৪ রানের জুটি গড়ে দলকে সঠিক পথে ফেরায়। কিন্তু কার্তিক বোল্টের দারুন থ্রোতে ২৬ রানে আউট হয়। টিকতে পারেনি ম্যাককালামও। ২৯ বলে ৩২ রান করে আউট হন তিনি। ম্যাককালাম আউট হলেও গুজরাটের রানের চাকা সচল রাখেন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ৩৬বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াকু স্কোর এনে দিতে সাহায্য করেন তিনি। ফিঞ্চ বেন কাটিংয়ের বলে আউট হলে জাদেজা ও ব্রাভোর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে গুজরাট লায়ন্সের সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান ৭ উইকেটের বিনিময়ে। ফাইনালের টিকেট পেতে হায়দরাবাদের প্রয়োজন ১৬৩ রান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.