কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এ যেন একপ্রকার অনুমিতই ছিল। অবশেষে ব্রাজিলকে শতবর্ষী কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিতে ব্যর্থ হওয়ায় কার্লোস কায়েতানো দুঙ্গাকে কোচের পদ থেকে বরখাস্ত করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার পরিবর্তে ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন করিন্থিয়াসের ৫৫ বছর বয়সী কোচ ও ম্যানেজার অ্যাডিনর লিওনার্দো বাচ্চি টিটে।
যতই দ্বিতীয় সারির দল হোক, বিশেষ কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার কথা কল্পনাও করেননি ব্রাজিল সমর্থকরা। অথচ ব্রাজিল-ভক্তদের হৃদয় ভেঙে দিয়ে বিশ্বকাপের সফলতম দল আজ প্রতিযোগিতার বাইরে। বরাবরের মতোই যেকোনো প্রতিযোগিতায় ‘সেলেসাও’দের ব্যর্থতা মানেই কোচ বরখাস্ত হওয়া। আর এই নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারার পরেই কোচ লুইস ফিলিপ স্কলারির স্থলাভিষিক্ত হন দুঙ্গা। কিন্তু প্রথম মেয়াদেই তিনি ২০১৫-এর কোপা আমেরিকায় ব্যর্থ। হয়তো এবারই দ্বিতীয় সুযোগ পেয়েছিলেন দুঙ্গা। কিন্তু এবার গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর তাঁকে বরখাস্ত করতে দেরি করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
অবশ্য ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের কাছে নিজের দলের কোচ পদ থেকে বরখাস্তের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও ২০০৬-২০১০ সাল পর্যন্ত ব্রাজিল দলের কোচ হিসেবে ছিলেন দুঙ্গা। সে সময় ব্রাজিলকে ফিফা কনফেডারেশনস কাপ জেতালেও ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় বরখাস্ত হতে হয়েছিল তাঁকে।
তবে এবারে পেরুর কাছে বিতর্কিত গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিলেও দুঙ্গা হতাশায় ভেঙে পড়েননি। তাঁকে বরখাস্তের দাবিতে ফুটবল ফেডারেশনের ভেতরে শোরগোলের মধ্যে নিজেই জানিয়ে দিয়েছিলেন, আপাতত পদত্যাগের কোনো ইচ্ছাই তাঁর নেই। বরং স্বদেশের ফুটবলপাগল মানুষকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন ব্রাজিলের কোচ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.