অভিমান করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন তরুণ মডেল অভিনেত্রী শায়লা শাবি। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ১৭ জুন রাতে শায়লা নিজ বাসায় আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এ কারণে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও শায়লা একই দিন রাতে ফেসবুকে নিজের একাউন্টে নিজের রক্তাক্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘দুর্ঘটনা, শুটিং নয় সত্যি।’ দুর্ঘটনার কারণ হিসেবে জনিয়েছেন, ঘরের ড্রেসিং টেবিল মেরামত করার সময় একপাশের তাক থেকে কাচ খুলে শায়লা সাবির ওপর পড়ে। এতে তার কপালে ঢুকে। এ কারণে বেশ কয়েকটি সেলাইও দিতে হয়েছে। যদিও এ ঘটনা মিথ্যা বলেই দাবি করেছে শায়লার ঘনিষ্ঠ সূত্র। তারা জানিয়েছে, প্রেমঘটিত ব্যাপার থেকে শায়লা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। অস্পষ্টভাবে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন। গত ১৬ জুন তার ফেসবুক স্ট্যাটাস থেকে সেটার প্রমাণও পাওয়া যায়। ওইদিন সন্ধ্যায় তিনি ফেসবুকে নিজের কয়েকটি বিধ্বস্ত ছবি পোস্ট করে তার নিচে লিখেছেন, ‘বিদায় পৃথিবী… ভালো থেকো সবাই’। স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণের মধ্যেই ফেসবুক একাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি। এরপর থেকেই শায়লার কোনো খোঁজ পায়নি কেউই। তখন থেকেই মিডিয়ায় চাউর হয়, ‘শায়লা শাবি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন’। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যুগান্তরের পক্ষ থেকে কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি। গতকাল আহত হওয়ার খবরে বিষয়টি স্পষ্ট হয়। জানা গেছে, আত্মহত্যা করার চেষ্টার ঘটনা ধামাচাপা দিতেই বাসায় দুর্ঘটনার কথা বলা হয়েছে। এ ব্যাপারে তার পরিবার কিংবা কাছের মানুষও মুখ খুলছেন না। প্রসঙ্গত, ২০১২ সালের চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শায়লা শাবি। তখন থেকেই নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। গত বছর তার অভিনীত আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিটি মুক্তি পায়। বর্তমানে তার হাতে রয়েছে তানিম রহমান অংশুর ছবি ‘আদি’। জানা গেছে, ব্যক্তিগত সমস্যার কারণে আসছে ঈদের কোনো নাটকে শিডিউলও দেননি তিনি। চেষ্টা করেও কয়েকজন নির্মাতা তার খোঁজ পাননি। কিছুদিন ধরে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রেখেছেন শায়লা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.