ময়মনসিংহে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি সরঞ্জাম, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা বিভিন্ন মোবাইল অপারেটরের তিন সহস্রাধিক সিম, তিনটি মোবাইল, সিম নিবন্ধনের একটি নোটপ্যাডসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের ময়মনসিংহ কোতুয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার দিগপাইত গ্রামের জামাল আকন্দের ছেলে হুমায়ুন কবীর, বাকুরচর গ্রামের তৈয়ব আলির ছেলে রুহুল আমীন, এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কর্ন দক্ষিন পাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহেদুল ইসলাম।
আটককৃতরা এক বছর যাবৎ এই ব্যবসা পরিচালনা করে আসছিল বলে পুলিশ জানায়।
ময়মনসিংহ কোতুয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, রাত সাড়ে নয়টার দিকে পুলিশ শহরের সানকিপাড়া এলাকায় সৌদি প্রবাসী জনৈক সুরুজ আলির বাসায় অবৈধ ভিওআইএপি ব্যবসা চলছে বলে খবর পায়। সে অনু্যায়ী ছয়তলা বাসার পাচ তলায় অভিযান চালানো হয়। বাসার একটি ফ্ল্যাটে প্রায় দুই ঘন্টা তল্লাশি চালিয়ে অবৈধ তিন ভিআইওপি ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় ভিআইওপি সরঞ্জাম, মোবাইল, সিপিইউ, ও মনিটর।
ওসি আরো জানান, ময়মনসিংহে এই প্রথম অবৈধ ভিআইওপি ব্যবসার সন্ধান পেয়েছে পুলিশ। আর একটি আঙ্গুলের ছাপ দিয়ে ২০টি করে সিম নিবন্ধন করছিল আটককৃতরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.