আমার কাজই আমার একমাত্র পরিচয়। আমি কাজ দিয়েই পরিচিত হতে চাই। নাম, পরিচয় সব সরিয়ে দিয়ে আমি শুধু চাই, আমার কাজটাই থাকুক’ – এমনটাই বললেন বলিউড অভিনেতা ইরফান খান।
সম্প্রতি কলকাতায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ইরফান জানালেন, জীবনে একটা সময় ক্রিকেটার হতে চেয়েছিলেন। টুর্নামেন্ট খেলার সুযোগও এসেছিল একবার। কিন্তু টাকা জোগাড় করতে পারেননি বলে খেলতে যেতে পারেননি।
ইরফান বলেন, ‘যেদিন টুর্নামেন্ট খেলতে পারিনি, সেই দিনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম, ক্রিকেটকে আর পেশা হিসেবে নেব না। স্রেফ শখের জন্য খেলব। পেশা জীবনে অন্য কিছুকেই বেছে নেব।’
টানা প্রায় ২৫ বছর ধরে অভিনয়ের সঙ্গে রয়েছেন ইরফান খান। কিন্তু চলচ্চিত্রের সংখ্যা যত হওয়া উচিত ততটা হয়নি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে ইরফান বললেন, ‘আসলে আমি যে ধরনের ছবি করতে চাই, সেই ধরনের ছবি কম হয়। তা ছাড়া আমার জীবনের অনেকটা সময় আমি টেলিভিশনে কাটিয়ে দিয়েছি। ফিল্ম ক্যারিয়ার তো ২০০৫ সালের দিকে শুরু হলো। আর বলিউডে গড়পড়তা ছবি সব সময় এড়িয়ে চলেছি। তাই হয়তো আমার চলচ্চিত্রের সংখ্যা ততটা বাড়েনি।’
ইরফান খান শুধু বলিউডেই নয়, অভিনয় করেছেন হলিউডেও। রন হাওয়ার্ড পরিচালিত হলিউডি ছবি ‘ইনফারানো’তে অভিনয় করেছেন তিনি। ভালো অভিনয়ের সুযোগ পেলে বলিউড বা হলিউড সব ক্ষেত্রেই অভিনয় করতে রাজি ইরফান।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ইরফান নিজের পরিবারের প্রতি যথেষ্ট কর্তব্যপরায়ণ। নিজের দুই ছেলের প্রসঙ্গে বলতে গিয়ে জানালেন, ‘আমার দুই ছেলে। আমি বিশ্বাস করি, প্রতিটি বাচ্চার মধ্যে নিজস্ব কিছু গুণ থাকে। আমি চাই আমার সন্তানরা তাদের নিজেদের মতো করে জীবনকে গড়ে তুলুক। আমি কিছু চাপিয়ে দিতে চাই না ওদের ওপর। আমি তো চেয়েছিলাম আমার এক ছেলে টেনিস খেলোয়াড় হোক। দুদিন গিয়েছিল টেনিস খেলতে। তারপর দেখলাম ওকে জোর করে পাঠাতে হচ্ছে। যেহেতু আমি জীবনে ভুক্তভোগী, তাই ছেলেদের ওপর আমি জোর করে আমার সিদ্ধান্ত চাপাতে চাই না। ছেলেদের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। তবে কিছু ক্ষেত্রে কড়া হতে হয়। তবে আমি চাই সম্পর্কটা যেন এমন হয়, যাতে যে কোনো সমস্যায় পড়লে ওরা যেন আমার কাছে আসতে পারে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.