আগামী ২২ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্তের গ্যাংস্টার-ড্রামাধর্মী ছবি ‘কাবালি’। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে জোর গুঞ্জন সৃষ্টি করেছে এই ছবি। আর বাঁধভাঙা সাফল্যের মুখ দেখতে শুরু করেছে মুক্তির আগেই।
ভারতের সঙ্গে একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কাবালি’। দর্শকের চাহিদা মাথায় রেখে টিকেট অগ্রিম বিক্রি শুরু হয়েছে সেখানে। আর বেশ অবাক করে দিয়েই মাত্র দুই ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকেট। একই ঘটনা ঘটেছে ভারতেও। এখানেও আগাম টিকিটের চাহিদা মেটাতে ঘাম ছুটছে সিনেমা হল মালিকদের।
এদিকে, বলিউডে সালমান খানের ছবি ‘সুলতান’ও বেশ ভালোই ব্যবসা করছে। দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া এই ছবি একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভেঙে চলেছে আগের অনেক রেকর্ড। গত রোববার পর্যন্ত ছবিটির আয় ২৬০ কোটি রুপি। এই আয়ের পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে, সেটা এখনই বলা যাচ্ছে না।
তবে বাজার-বিশ্লেষকদের শঙ্কা, সালমানের ‘সুলতান’ থমকে যেতে পারে রজনীকান্তের ‘কাবালি’র কাছে। কাবালির প্রযোজক কালাইপুলি থানুর ধারণাটাও একই রকম। তাঁর মতে, মুক্তির প্রথম তিন দিনই ‘কাবালি’র আয় ২০০ কোটি রুপি ছাড়াবে।
তিনি ইন্ডিয়া টুডেকে আরো বলেন, ‘মুম্বাইতে গিয়ে সুলতানের টিকেট কিনতে খরচ পড়বে ১৫০০ রুপি। এদিকে ব্যাঙ্গালোরে কাবালির টিকেটের দামও ১৫০০ রুপি। কিন্তু আপনাকে তামিলনাড়ুতে গিয়ে কাবালির টিকেট কিনতে খরচ করতে হবে মাত্র ১২০, ৮০ বা ৫০ রুপি। আর এ দামেই শুধু তালিমনাড়ুতে কাবালি আয় করবে ২০০ কোটি রুপি। ভাবতে পারছেন, তাহলে কী ঘটবে? সব মিলিয়ে আমরা সুলতানের চেয়ে ১০ গুণ বেশি আয় করব।’
সারা বিশ্বে একযোগে ১২ হাজার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘কাবালি’। সংখ্যাটি ‘সুলতান’ মুক্তিপ্রাপ্ত থিয়েটারেরও দ্বিগুণ। তাই এদিক থেকেও এগিয়ে থাকছে ‘কাবালি’। এখন দেখা যাক, আগামী ২২ তারিখ ‘সুলতান’ কীভাবে ‘কাবালি’কে সামাল দেয়!
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.