জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমে যোগ দেওয়া তরুণদের ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে মাগুরা পুলিশ। পুলিশের উদ্যোগে লেখা হয়েছে গান। গানের বিষয়বস্তু হচ্ছে, পরিবার মিনতি করছে সন্তানের ফিরে আসার জন্য।
বুধবার দুপুরে মাগুরা সরকারি মহিলা কলেজে জঙ্গিবিরোধী সমাবেশে তরুণদের জঙ্গিদল থেকে ফিরিয়ে আনতে পরিবারের আকুতি নিয়ে গান পরিবেশন করে পুলিশ। জেলা পুলিশ ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিজের লেখা ওই গান পরিবেশন করেন তরুণ গীতিকার লিটন ঘোষ জয়।
মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি হামলা ও শিক্ষিত তরুণদের এর সঙ্গে জড়িত থাকার প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নিয়েছে মাগুরা পুলিশ।’
এরই অংশ হিসেবে গীতিকার লিটনকে দিয়ে এ গান লেখানো হয়েছে বলে পুলিশ সুপার জানান।
পুলিশ সুপার বলেন, এরই মধ্যে গানে সুরারোপ করে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের কণ্ঠে রেকর্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে এর সিডি সারা দেশে জঙ্গিবিরোধী প্রচারণার জন্য সরবরাহ করা হবে। ভিডিওচিত্র ধারণ করে বিটিভিসহ দেশের টিভি চ্যানেলে প্রচারের চেষ্টাও করা হচ্ছে বলে তিনি জানান।
লিটন ঘোষ জয় রচিত সেই গান
মা তোর কাঁদছে ঘরে
খোকা বলে হাত বাড়িয়ে
বাবা তোর অপেক্ষাতে রোজ
পথ চেয়ে থাকে দাঁড়িয়ে
সোহাগী বোনের চোখে জল
কাঁদছে ভাই গোপনে ছলছল
ফিরে আয় খোকা ফিরে আয়
আঁধারে যাস না হারিয়ে
খোকা তুই নেই বলে
ঘরটা আজ নিকষ কালো
তোকে ঘিরেই স্বপ্ন-আশা
তুই আমার নয়নের আলো
তোকে ছাড়া আমরা বল
বেঁচে থাকি কেমন করে
চেয়ে দেখ বন্ধু তোর
ডাকছে প্রিয় নাম ধরে
আয় খোকা ফিরে আয়
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.