কানাডার প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন লিবারেল দলের নেতা জাস্টিন ট্রুডো। ছবি : রয়টার্স
কানাডার পার্লামেন্টে নিয়ন্ত্রিত আত্মহত্যা আইনের প্রস্তাব পাস হয়েছে। এই আইন অনুযায়ী দেশটিতে মরণঘাতী রোগে আক্রান্ত ব্যক্তিরা চাইলে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণ করতে পারবেন।
কানাডায় চিকিৎসকের সহায়তায় মৃত্যুর বিষয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ছিল। নতুন আইনের বাস্তবায়ন হলে এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
নতুন আইনের ফলে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় চলে গেল কানাডা। সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আলবেনিয়া, কলম্বিয়া, জাপানসহ কয়েকটি দেশে চিকিৎসকের সহায়তায় আত্মহত্যার অনুমতি আছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, অরেগন, ভারমন্ট, নিউ মেক্সিকো ও মন্টানা অঙ্গরাজ্যেও এমন অনুমোদন আছে।
গত শুক্রবার কানাডার পার্লামেন্টে আত্মহত্যা আইনের প্রস্তাব পাস হয়। এটি আইন পরিণত হতে এখনো কানাডার গভর্নর জেনারেলের অনুমোদন প্রয়োজন হবে।
বিবিসি জানায়, অনেক সিনেটরই আত্মহত্যা আইনে আরো বিষয় অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন। তবে ক্ষমতাসীন লিবারেল দলের চাপে কোনো পরিবর্তন ছাড়াই তাঁরা প্রস্তাবে সম্মতি দেন।
অনেক বিশ্লেষক কানাডার আত্মহত্যা আইনকে বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ বলে দাবি করেন। তাঁদের মতে, অনেক মরণঘাতী ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির আত্মহত্যায় চিকিৎসকের সহায়তা নিতে গিয়ে সমস্যায় পড়তে হবে।
বিশ্লেষকদের প্রতিক্রিয়ার জবাবে কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন আইন হলো এই প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ। ভবিষ্যতে এর বিস্তৃতি বাড়ানো হবে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.