হাসপাতালে আইফোন বিস্ফোরণে আহত গ্যারাথ। ছবি : দ্য সান
অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা গ্যারাথ ক্লিয়ার। একটি বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা বিভাগের এই কর্মকর্তা প্রতিদিনের মতোই সাইকেল চালিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। পকেটে আইফোন সিক্স মোবাইল ফোন, সাইকেলের ক্যারিয়ারে রাখা ল্যাপটপ।
হঠাৎ তাঁর পকেটের মোবাইল ফোনটি অস্বাভাবিক গরম হয়ে ওঠে। ব্যাপারটি বোঝার জন্য সাইকেল থামাতেই লক্ষ করেন তাঁর প্যান্ট থেকে ধোঁয়া বেরুচ্ছে। একপর্যায়ে বৈদ্যুতিক বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে প্যান্টের পকেটের স্থানটিতে পুড়ে যাওয়ার অনুভূতি হয় তাঁর।
হতবাক গ্যারাথ এরপর দ্রুত মোবাইলটি বের করার চেষ্টা করেন। কিন্তু তীব্র গরমের কারণে ফোনটি বের করতে পারেননি।
পায়ে পুড়ে যাওয়ার তীব্র জ্বালা নিয়ে তিনি সাইকেলসহ পড়ে যান। এবং একপর্যায়ে কোনোমতে যখন আইফোনটি বের করে আনেন, তখন মোবাইলটিতে আগুন জ্বলছে।
পরে গ্যারাথ বুঝতে পারেন, অ্যাপেল ইনকরপোরেটের তৈরি করা তাঁর আইফোন ৬ সেটটিতে হঠাৎ আগুন ধরে গেছে। আর তা থেকেই প্যান্টের বেশ অনেকটি অংশ ও পায়ের বেশ খানিকটা জায়গা পুড়ে গেছে। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
গ্যারাথ ক্লিয়ার এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর টুইটারের মাধ্যমে আইফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছেন। নিজের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, এই ধরনের লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে যে কোনো সময় ফেটে বিপদ ঘটতে পারে।
টুইটে তিনি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলকে পুরো ঘটনাটি তদন্ত করারও আহ্বান জানান। গ্যারাথ লিখেছেন, ‘আমি কোনো ক্ষতিপূরণ চাচ্ছি না। কিন্তু আমি চাই কী থেকে এই ঘটনাটি ঘটেছে, অ্যাপেল সেই বিষয়ে তদন্ত করুক, যাতে ভবিষ্যতে কারো ক্ষেত্রে এমন ঘটনা আর না ঘটে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.