ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় আবারও বিয়ে করেছেন। বিমানবালা রচনা শর্মাকে তিনি বিয়ে করেন। এটি তার দ্বিতীয় বিয়ে।
মঙ্গলবার রাতে দিল্লিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে মূলত বাঙালি মতে হলেও পাত্রীপক্ষের পাঞ্জাবি পুরোহিতও ছিলেন। এনিয়ে বাবুল মজা করে বলেন, দুই পুরোহিতই আছেন। যার মন্ত্র ছোট এবং উচ্চারণ করা সোজা— আমি সেটাই পড়ব!
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় একমাত্র বাঙালি মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিয়েতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মন্ত্রিসভার অনেক সদস্য।
তারকা জগতের অনেকেই অতিথি হয়ে এসেছিলেন। এদের মধ্যে আছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনু মালিক, ললিত পণ্ডিত, শান, অভিজিৎ এবং কৈলাস খের। ‘কহো না প্যার হ্যায়’ এর মতো বহু সুপারহিট গানের এ শিল্পীর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৫ সালে প্রথম বিয়ে করেন বাবুল সুপ্রিয়। তার প্রথম স্ত্রীর নাম ছিল রিয়া। ওই সংসারে এক কন্যাসন্তানও রয়েছে।
নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০০৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এবার বিয়ে করলেন পাঞ্জাবের মেয়ে রচনা শর্মাকে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন বাবুল সুপ্রিয় ।
পরে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় একমাত্র বাঙালি মন্ত্রী হিসেবে তিনি স্থান পান। নতুন জীবন শুরু করার আগে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন এ শিল্পী।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.