রিও অলিম্পিকের প্রথম রাউন্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় রাউন্ডে বেশ উন্নতি করেছিলেন সিদ্দিকুর রহমান। তাই সবাই আশাবাদী হয়ে উঠেছিলেন, হয়তো ভালো কিছু করতেও পারেন তিনি। কিন্তু তৃতীয় রাউন্ডে গিয়ে আবার অবনতি বাংলাদেশি এই গলফারের পারফরম্যান্সে। অনেকটাই পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন তিনি।
শনিবার রাতে পারের চেয়ে চার শট বেশি খেলে এতটা পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলে পারের চেয়ে সাত শট বেশি খেলেছেন এশিয়ার ট্যুরের দুটি শিরোপাজয়ী এই গলফার।
তৃতীয় রাউন্ডে টানা আট হোলে পারের সমান শট খেলেন এই বাংলাদেশি গলফার। শেষ দিকে আর ভালো করতে না পারায় পিছিয়ে পড়েন তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেছেন তিনি।
দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর এ পর্যন্ত দুটি এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। খেলেছেন দেশে-বিদেশে বহু আন্তর্জাতিক টুর্নামেন্টেও। সে ধারাবাহিকতায় এবার অলিম্পিকেও অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
র্যাংকিংয়ের সেরা ৬০ গলফার সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান অলিম্পিকে। আন্তর্জাতিক গলফ ফেডারেশনের প্রকাশিত র্যাংকিংয়ে সিদ্দিকুরের স্থান ৫৬তম। তাই সরাসরি রিওতে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য এত দিন শুধু ‘ওয়াইল্ড কার্ড’ নিয়েই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.