এবার আরজে হিসেবে নাম লেখালেন চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। ৯৫.২ বাংলা রেডিও স্টেশনে আরজে হিসেবে পথচলা শুরু হলো তার। প্রতি সপ্তাহেই আরজে হিসেবে এখানে হাজির হবেন তিনি। তবে এখন এই স্টেশনে ঈদের অনুষ্ঠানের রেকর্ডিং চলছে। ঈদের পাঁচদিন চলবে ‘পূজা উইথ ফ্রেন্ডস’ শোটি। গানের বাইরে এবারই প্রথম অন্য কোনো পরিচয়ে শ্রোতা-দর্শকদের সামনে এলেন পূজা। এ বিষয়ে তিনি বলেন, আমি আসলে গানের মানুষ। গান নিয়ে থাকতেই ভালো লাগে। এর আগে আমি বিভিন্ন রেডিও স্টেশনে অনেক শো করেছি। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গেয়েছি, আড্ডা দিয়েছি। তবে এবার আরজে হিসেবে প্রথমবারের মতো বাংলা রেডিও স্টেশনে শো করছি। এটা একেবারেই শখের বশে। এখন ঈদের শো’র রেকর্ডিংও চলছে। এখানে সেলিব্রেটিরাও থাকছেন অতিথি হিসেবে। তাদের সঙ্গে চুটিয়ে আড্ডা হচ্ছে। তাদের কাজ নিয়ে কথা হয়। সব মিলিয়ে আরজেগিরিটা বেশ উপভোগ করছি। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে। এদিকে পূজা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে। গেল রোজার ঈদেই সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়েছে তার সর্বশেষ একক অ্যালবাম ‘অবুঝ পাখি’। এ অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেন ইমরান, সাজিদ সরকার ও বেলাল খান। এরই মধ্যে এর টাইটেল গানটির মিউজিক ভিডিওর শুটিং পূজা সম্পন্ন করেছেন সুন্দরবনে। আসছে ঈদেই এ ভিডিওটি প্রকাশ পাবে। এর বাইরেও নতুন কিছু গান এবারের ঈদে আসবে তার। এ বিষয়ে পূজা বলেন, ‘অবুঝ পাখি’ গানটির শুটিং করেছি সুন্দরবনের মনোরম লোকেশনে। বেশ ভিন্নধর্মী কাজ হয়েছে। এটি নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ। ভিডিওটি ঈদেই আসবে। আর এ অ্যালবামের বাকি গানগুলোরও ভিডিও করার পরিকল্পনা রয়েছে। ঈদের পরই অন্য গানগুলোর ভিডিও নির্মাণ করবো। এর বাইরে ঈদে খুব বেছে বেছে নতুন গানের কাজ করেছি। আমার বিশ্বাস, গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।