দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা তিন বছর পর আবারো অভিনয়ে ফিরেছেন। আর তাই এখন সংসার জীবনের পাশাপাশি তাকে অভিনয়েও বেশ ব্যস্ত থাকতে হচ্ছে। বিশেষত ঈদুল আজহার আগ পর্যন্ত তাকে একের পর এক নাটক-টেলিফিল্মে শুটিং করা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হবে। এরই মধ্যে তিনি তার প্রত্যাবর্তনের নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। এবার তিনি বেশ কয়েক বছর পর আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাম ‘একজন জাদুকর’। নাটকটি রচনা করেছেন ইসরাফিল বাবু এবং নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। গত শুক্রবার এর শুটিং শেষ হয়েছে। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে কৌশিক শংকর দাশ বলেন, আমরা এখন প্রায়ই বলতে শুনি মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই। কিন্তু বিষয়টি আসলে তা নয়। মানুষের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। কিন্তু মানুষ তা অনেক সময়ই প্রকাশ করে না। সত্যি বলতে কী, আমরা খারাপ হয়ে যাইনি। মানুষের মাঝে যে এখনো মনুষ্যত্ব আছে তা-ই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন জাদুকর’ নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি। চরিত্র চারটির উপস্থিতি হয়তো খুব বেশি না। কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কৌশিক দাদা সব সময়ই ভালো কাজ করেন। এটা তারই নতুন প্রয়াস। সারিকার সঙ্গে বলা যায় চার বছরের বেশি সময় পর কাজ করেছি। সে খুবই ভালো একজন অভিনেত্রী। তার ফিরে আসাকে স্বাগত জানাই। অনেক ভালো কাজ হয়েছে আমাদের দুজনের বিরতির পরের এ নাটকটি। সারিকা বলেন, এর আগে আমি কৌশিক দাদার নাটকে কাজ করিনি। কিন্তু তার কাজের প্রতি আমার সব সময়ই ভালো লাগা ছিল। প্রথম তার নির্দেশনায় কাজ করলাম। খুব ভালো হয়েছে কাজটি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। কৌশিক শংকর দাশ বলেন, সারিকাকে নিয়ে এবার আমার প্রথম কাজ করা। অভিনয়ে খুব ম্যাচুউরিটি এসেছে তার। সময় করে তার সেটে আসা, কাজের প্রতি একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। আর চঞ্চল সব সময়ই ভালো অভিনয় করেন, যার প্রমাণ দর্শক পেয়েছেন বারবার। পরিচালক কৌশিক শংকর দাশ জানান, আসছে ঈদে চ্যানেল আইতে ‘একজন জাদুকর’ নাটকটি প্রচার হবে। এ নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু। কৌশিক শংকর দাশের নির্দেশনায় চঞ্চল চৌধুরী সর্বশেষ ‘বাদলও বরিষণে’ এবং ‘সবজান্তা ভালোবাসা’ নাটকে অভিনয় করেন। উল্লেখ্য, চঞ্চল ও সারিকা সর্বশেষ প্রায় চার বছর আগে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.