সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাগিরঘাট মিয়া বাড়িতে কয়েক শ’ বছরের পুরনো পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে। রাজধানী ঢাকা মহাখালীস্থ অভিজাত হোটেল জাকারিয়ার স্বত্বাধিকারী আলতাফ হোসেন আসু মিয়াই এ বাড়ির মালিক। সরজমিন গিয়ে দেখা যায় অর্ধশত বছরের পুরনো একটি বেটনের ঘর ভেঙে নতুন ইমারত তৈরির কাজে কয়েক দিন থেকে শ্রমিকরা কাজ করে আসছেন। হঠাৎ মাটির নিছ থেকে পুরনো কিছু দেয়ালের অংশ দেখতে পেয়ে একজন শ্রমিক আরো গভীরে চলে যান। তিনি যতই খোঁড়াখুঁড়ি করেন দেয়াল ততই বাড়তে থাকে। একপর্যায়ে শ্রমিকরা নিশ্চিত হন এখানে পুরনো কোনো ইমারত রয়েছে তাৎক্ষণিক বিষয়টি বাড়ির মালিককে অবহিত করলে তিনি এ বিষয়ে অজ্ঞাত বলে জানান। এর পর থেকে তিনি খোঁজতে থাকেন তার পূর্ব পুরুষের ইতিহাস। এক সময় নিশ্চিত হন তার দাদার দাদা ফাদিল মুহাম্মদ বীর ১৬/১৭ শতকে মোগল আমলে সৈনিকের দায়িত্বে ছিলেন। সে সময় তার কৃতিত্বে বীর উপাধি দেয়া হয়। তার পিতা ছিলেন শাহ মুহাম্মদ তক্বী। তিনি ১৫ শতকের শেষের দিকে মারা যান। শাহ ফাদিল মুহাম্মদ বীরের ২ ছেলে তুতি মিয়া ও বদু মিয়া’র নামানুসারে বাড়ির নাম মিয়া বাড়ি দেয়া হয়। তৎকালীন সময়ে বদু মিয়া চুন সুরকি দিয়ে একটি বিল্ডিং তৈরী করেছিলেন বলে তিনি জানান। তবে সেই বিল্ডিংটি কোথায় নির্মাণ করছিলেন তার নির্ধারিত স্থান আসু মিয়ার জানা ছিল না। এ সমস্ত নিদর্শন পাওয়ায় ধারণা করা হচ্ছে ঐ বিল্ডিংয়ের দেয়ালের অংশ বিশেষ হতে পারে। এ ব্যাপারে আলতাফ হোসেন আসু মিয়া জানান শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে বাদবাকি কতটুকু ইমারত খোঁজে পাওয়া যায় সে অপেক্ষায় আছেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শ’ শ’ উৎসুক জনতা মিয়া বাড়িতে ভিড় জমান এবং মিয়ার কাছ থেকে পূর্ব পুরুষের ইতিহাস জানতে চান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.