দুদিন আগে অর্থাৎ ২৭শে ডিসেম্বর হলিউড অভিনেত্রী ক্যারি ফিশার মারা গেছেন। মেয়ের মৃত্যুর ঠিক একদিন পরেই না ফেরার দেশে চলে গেলেন তার মা হলিউডের কিংবদন্তি গায়িকা-অভিনেত্রী ডেবি রিনোল্ডস। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৪ বছর বয়সে মারা যান তিনি। বেভারলি হিলসে নিজের বাড়িতে আচমকা পড়ে গেলে ডেবি রিনোল্ডসকে দ্রুত লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। তার পুত্র টড ফিশার সংবাদ সংস্থা রয়টার্সকে ডেবি রিনোল্ডসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। টড জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কিছু সময় আগে মেয়ের শূন্যতা অনুভব করার কথা বলেন তার মা। হলিউডে পঞ্চাশ ও ষাটের দশকের সংগীতনির্ভর ও কমেডি ছবির সাড়া জাগানো অভিনেত্রী ছিলেন ডেবি রিনোল্ডস। ১৯৫২ সালে সংগীতনির্ভর ছবি ‘সিংগিন ইন দ্য রেইন’-এর মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি। ১৯৬৪ সালে সংগীতনির্ভর ছবি ‘দ্য আনসিঙ্কেবল মলিব্রাউন’ তাকে এনে দেয় অস্কার মনোনয়ন। গত বছর একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ ডেবিকে সম্মানসূচক অস্কার পুরস্কার দেয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.