সামপ্রতিক সাফল্যের ওপর ভিত্তি করে আগামী ২৭শে আগস্ট থেকে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলে রয়েছে নেপালে ও তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া ১২ ফুটবলার। তাছাড়া মূল জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন খেলোয়াড় আছে ছয়জন। দল সম্পর্কে কোচ গোলাম রাববানি ছোটন বলেন, ‘গত আড়াই মাস কঠোর পরিশ্রম করেছে মেয়েরা। এর মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচে তারা জাতীয় দলকে হারিয়েছে। যদিও জাতীয় দলের খেলোয়াড়রা খেলায় নেই এ কথাও বলতে হবে। আমরা নেপালে ইরানকে হারিয়েছি, গ্রুপটা কঠিন তবে আমি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বো। অ-১৬ দলে মেডিকেল পার্টনার হয়েছে সিরাজ মেডিকেল হসপিটাল। আরেক কো-স্পন্সর ওয়ালটনের অ্যাডিশনাল ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন দলকে উদ্দীপ্ত করতে দিয়েছেন পাঁচ লাখ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি। যদি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে ওয়ালটনের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হবে। সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ, সিরাজ মেডিকেলের কর্মকর্তা গাজী সারোয়ার বাবু, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন। ২৩ জনের স্কোয়াড: তাসলিমা, শিউলি আজিম, শামসুননাহার, নার্গিস খাতুন, মনসুরা পারভিন, মনিকা চাকমা, সানজিদা আকতার, মিসরাত জাহান মৌসুমি, সিরাত জাহান স্বপ্না, আনুচিং মোগিনি, মার্জিয়া, কৃষ্ণরানী সরকার, নিলুফা ইয়াসমীন নীলা, ইশরাত জাহান রত্না, মারিয়া মায়া, আনাই মোগিনি, রুমা আকতার, আখি খাতুন, তহুরা খাতুন, মাহমুদ আকতার, রুকসানা বেগম, মোসাম্মত সুলতানা ও নাজমা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.