লিভারপুলে মাইকেল ওয়েনের রেকর্ড এখন বেন উডবার্নের দখলে। ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এতদিন ছিল মাইকেল ওয়েনের। কিন্তু তাকে টপকে নয়া রেকর্ড গড়লেন ওয়েলসের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় উডবার্ন। লীগ কাপের কোয়ার্টার ফাইনালে লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লিভারপুল। এই ম্যাচে লিভারপুলের দ্বিতীয় গোলটি করেন ১৭ বছর ৪৫ দিন বয়সী উডবার্ন। ১৯৯৬ সালে তার পচয়ে ৯৮ দিন বেশি বয়সে লিভারপুলের হয়ে গোল করেন মাইকেল ওয়েন। ইংল্যান্ডের সাবেক এ তারকা ফুটবলারের বয়স ছিল তখন ১৭ বছর ১৪৩ দিন। ২০ বছর পর নিজের রেকর্ড ভাঙা উডবার্নকে অভিনন্দন জানিয়েছেন মাইকেল ওয়েন। ৩৬ বছর বয়সী সাবেক এ ফুটবলার টুইট করেন, ‘আমার কাছ থেকে আরেকটি রেকর্ড ছুটে গেল। লিভারপুলের সবচেয়ে কম বয়সী গোলদাতাকে অভিনন্দন।’ লীগ কাপের অন্য কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলকে পেনাল্টিতে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে হাল সিটি। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও এই ম্যাচটি ১-১ গোলে সমতা ছিল। লিভারপুল এই নিয়ে রেকর্ড ১৭তম বারের মতো লীগ কাপের সেমিফাইনালে উঠলো। সর্বোচ্চ ৮ বারের শিরোপাজয়ী দলটি গত মৌসুমের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায়। এবারের কোয়ার্টার ফাইনালের আগে বড় চিন্তায় ছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ফিলিপে কুতিনহো, রবার্তো ফিরমিনো, ড্যানিয়েল, স্টারিজ ও অ্যাডাম লালানার মতো খেলোয়াড়রা ইনজুরির কারণে দলে ছিলেন না। তরুণ খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে হয় তাকে। ক্লপের আস্থার প্রতিদান দেন তরুণরা। ম্যাচের প্রথমার্ধ ছিল ছিল গোলশূন্য। ভাগ্য নির্ধারণ হয় শেষ ১৫ মিনিটে। ৭৬ মিনিটে ডিভক অরিগির গোলে এগিয়ে যায় লিভারপুল। এর চার মিনিট বাদে অলরেডদের ব্যবধান দ্বিগুণ করেন তরুণ উডবার্ন। লিভারপুলে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেলেন তিনি। ক্লাবটির হয়ে তার অভিষেক হয় প্রিমিয়ার লীগে সর্বশেষ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.