এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাই
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাই পর্ব। এই পর্বের ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, চীনা তাইপে, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন দলটি আগামী বছর থাইল্যান্ডে খেলবে চূড়ান্ত পর্বে। আজ প্রথমদিনে ছয়টি দলই মাঠে নামছে। সকাল ১১টায় চাইনিজ তাইপে মুখোমুখি হবে কিরগিজস্তানের। বিকাল তিনটায় আরব আমিরাতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আর দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ছ’টায় ইরানের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গত দুই বছর প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে। গত বছর নেপালে এবং এ বছর মে মাসে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওই দু’টি টুর্নামেন্টের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে এবারের দলটি। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন, বিদেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি এই মেয়েরা। তবে দেশেই সিনিয়র দলের সঙ্গে তিনটি ম্যাচ খেলে সবক’টিই জিতেছেন সানজিদারা। কোচ গোলাম রব্বানি ছোটন নিজেদের ফেভারিট বলেই ভাবছেন, ‘এই গ্রুপটা কঠিন। এখানে চীনা তাইপে, ইরানের মতো শক্তিশালী দল আছে। তারপরও আমাদের মেয়েরা গত দুই বছর যেভাবে পারফরম্যান্স করেছে তাতে আমরা আশাবাদী যে, এই টুর্নামেন্টে আমরাও অন্যতম ফেবারিট।’ আজ সন্ধ্যায় বাংলাদেশ ইরানের সঙ্গে খেলবে প্রথম ম্যাচ। আর ইরানকেই মূল প্রতিপক্ষ মানছেন কোচ জিলানী। ‘আজ ইরানকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে যাবো। ইরানের পর মার্জিয়াদের প্রতিপক্ষ সোমবার সিঙ্গাপুর, বুধবার কিরগিজস্তান এবং পরের সপ্তাহের শনিবার চীনা তাইপে ও সোমবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। টিকিটের মূল্য রাখা হয়েছে সাধারণ গ্যালারি ৫০ টাকা ও ভিআইপি ১০০ টাকা করে। তবে এক টিকিটে প্রতিদিন তিনটি করে ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে খেলেছিল ইরান। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই আসরে ইরানের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ইরানই প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ। তবে প্রেক্ষাপট অনেক বদলে গেছে। গেল দুই বছরে দু’টি আঞ্চলিক আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। দু’টি আসরেই ইরান ছিল। ২০১৫ সালে নেপালে প্রথম আসরে ইরানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এসব কারণেই বাংলাদেশকে গ্রুপের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ভাবছেন ইরানের কোচ সাদী মাহিনী। তার মতে স্থানীয় দর্শকরাই বাংলাদেশের মূল চালিকাশক্তি। নিজ দল সম্পর্কে কোচ বলেন, গেল আসরে খেলা বেশকিছু ফুটবলার রয়েছে এই দলে। অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলারও নিয়েছি আমরা। আমার মনে হয় এই দল নিয়ে আমরা গ্রুপ সেরা হয়ে মূল পর্বে খেলতে পারবো। জোর প্রস্তুতি নিয়ে এসেছে কিরগিজস্তান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য জন্য তিন মাস আগে প্রস্তুতি শুরু করে কিরগিজস্তান। ঢাকায় এসে দু’টি সেশন অনুশীলন করেছি তারা। এই আসরের জন্য পুরো করে তৈরি কিরগিজস্তান বলে জানিয়েছেন দলটির কোচ স্লোভেতলানা। ‘এই দলের অধিকাংশই এসেছে অনূর্ধ্ব-১৪ দল থেকে। আমাদের প্রধান লক্ষ্য এ প্রতিযোগিতায় অংশ নেয়া এবং আমাদের লক্ষ্য অর্জন করা’-বলেন তিনি। এখানে ফেভারিট কারা জানতে চাইলে দলটির কোচ বলেন, আমি কোনো শক্ত পয়েন্ট বা দুর্বল পয়েন্ট নিয়ে ভাবছি না; সবাই সমান দল এবং সবারই সুযোগ আছে। জয় নয় খেলতে চায় আরব আমিরাত এর আগেও সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৬ দল বাংলাদেশে এসে খেলেছে। এ নিয়ে দ্বিতীয়বার এখানে খেলতে এসেছে তারা। আগের দলের অনেকেই এ দলে আছে। তবে আগের দলের সঙ্গে এ দলের অনেক পার্থক্য আছে বলে মনে করেন দলটির কোচ আযাম ঘটক। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেষ বার অনূর্ধ্ব-১৪, ১৫ দল নিয়ে এসেছিলাম, তারা এখন অনেক অভিজ্ঞ। আমরা টেকনিক্যালি ভালো কিন্তু অন্য দলগুলোর বডি ফিটনেস আমাদের জন্য সমস্যা হবে। দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। আমরা বাইরে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি। নিজেদের সিনিয়র টিমের সঙ্গে কিছু খেলেছি। অভিজ্ঞতা নিতে এসেছে সিঙ্গাপুর সংবাদ সম্মেলনে অন্য দলগুলোর চেয়ে একেবারে ভিন্ন সূরে কথা বলেছেন সিঙ্গাপুরের কোচ চ্যান কাই ইং। প্রতিপক্ষের চেয়ে তার ভাবনায় ভালো ফুটবল খেলা। ‘আমাদের দলটা নতুন এবং ইয়ং টিম। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। অধিনায়ক মিরা রোজান সেরজানও বলেন, আমাদের দলটা নতুন টিম। আমরা এখানে অভিজ্ঞতা নিতে এসেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জাপানের সঙ্গে খেলে এসেছে চাইনিজ তাইপে থাইল্যান্ডে মূল পর্ব খেলার স্বপ্ন নিয়েই বাংলাদেশে বাছাই পর্ব খেলতে এসেছে চাইনিজ তাইপে। ভাষা সমস্যার কারণে মূল লক্ষ্যের কথা পরিস্কার করে জানাতে না পারলেও দলটির সহকারী কোচ কাউ সাই হু বলেন লড়াই করার কথা। ‘আমাদের লক্ষ্য জেতা এবং থাইল্যান্ডে মূল আসরে খেলা। আমরা ছয় মাস ধরে অনুশীলন করছি। বাংলাদেশে আসার আগে আমরা জাপানের দলের ৫ থেকে ৬ টা ম্যাচ খেলেছি। শুধু জাপান অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে একটি ম্যাচ হেরেছি আমরা। বাংলাদেশ দল তাসলিমা, শিউলি, শামসুন্নাহার, সানজিদা, মার্জিয়া, মারিয়া, তহুরা, মাহমুদা ও নাজমা, নার্গিস, মাসুরা, মনিকা, আনুচিং, আনাই, মৌসুমী, স্বপ্না, সুলতানা, রত্না, কৃষ্ণা, রুমা, নীলা, আখি, রুকসানা। আজকের খেলা এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা বাছাই চাইনিজ তাইপে ও কিরগিজস্তান আরব আমিরাত ও সিঙ্গাপুর বাংলাদেশ ও ইরান (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, সকাল ১১টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টা)
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.