রিও অলিম্পিকস গেমস শেষে সফল অ্যাথলেটরা স্বদেশে ফিরে আমোদে-উদযাপনে কাটাচ্ছেন সপ্তাহটা। কিন্তু কেনিয়ার বেলায় ঘটনা ভিন্ন। গেমস শেষ হলেও রিও ডি জেনিরোতেই অবস্থান করতে হয় কেনিয়া অলিম্পিক দলকে। কারণ কী? কম মূল্যের বিমানের টিকিট খুঁজছে কেনিয়া সরকার। রিও অলিম্পিক ভিলেজ বন্ধ হয়ে গেছে গত ২৩শে আগস্ট। এতে কেনিয়া সরকার তাদের অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করে রিও ডি জেনিরোর এক বস্তিতে (ফাভেলা)। গতকাল টুইটার বার্তায় নিজেদের দুর্দশার কথা জানান ম্যারাথন তারকা ও কেনিয়া অলিম্পিক দলের অধিনায়ক ওয়েসলি কোরির। সামাজিক মাধ্যমে নিজেদের আবাসস্থল রিও ফাভেলার ছবি তুলে দিয়ে বার্তায় ওয়েসলি কোরির লিখেন, অ্যাথলেটিকসে আফ্রিকার সেরা ও বিশ্বের দ্বিতীয়। আমাদের সঙ্গে তাদের আচরণটা দেখুন । তারা সস্তার টিকিট খুঁজছেন। এখানে রাত কাটাচ্ছি আমরা। ঘরে বিছানায় শুয়ে সারারাত গোলাগুলির শব্দ শুনছিলাম। এবারের অলিম্পিকসের অ্যাথলেটিকসে ৬ স্বর্ণ, ৬ রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকায় কেনিয়ার অবস্থান ১৫তম। রিওতে অ্যাথলেটিকসে কেনিয়ার চেয়ে বেশি পদক দেখেছে কেবল যুক্তরাষ্ট্র। তালিকার ১৬তম দল উসাইন বোল্টের জ্যামাইকার সংগ্রহ ৬ স্বর্ণ, ৩ রৌপ্য ২টি ব্রোঞ্জ পদক। ২০১২ বোস্টন ম্যারাথনের শিরোপাজয়ী ৩৩ বছরের ওয়েসলি কোরির কেনিয়ার নির্বাচিত সংসদ সদস্যও।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.