রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে সম্মাননা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত জিমন্যাস্ট মারগারিতা মামুন। সদ্য রিও অলিম্পিক গেমসে রিদমিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টের স্বর্ণ কুড়ান ‘রিতা-দ্য বেঙ্গল টাইগার’ খ্যাত এই বাংলাদেশি-রুশ তরুণী। গতকাল মস্কোর ক্রেমলিনে মারগারিতা মামুনের হাতে পুরস্কার তুলে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রিও অলিম্পিক গেমসে পদকজয়ী রুশ অ্যাথলেটদের জন্য আয়োজিত এ পুরস্কার অনুষ্ঠানে পুতিন বলেন, ৩১তম অলিম্পিক গেমসে রাশিয়া অলিম্পিক দলের নৈপুণ্যে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আসরে আপনারা যেমন পরীক্ষার মধ্য দিয়ে গেলেন সে জন্য আপনাদের ধন্যবাদ। সেরা নৈপুণ্য ও স্কিল দেখিয়ে আপনারা বিশ্ব ক্রীড়ায় রাশিয়াকে উপরের দিকেই রাখলেন। রিও অলিম্পিকসে পদক তালিকার চতুর্থ স্থান নিয়ে আসর শেষ করে রাশিয়া। এতে রাশিয়ানরা কুড়ায় ১৯ স্বর্ণ, ১৮ রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ পদক। এবারের অলিম্পক গেমসের জন্য ৩৮৯ জনের দল ঘোষণা করেছিল রাশিয়া। তবে নিষেধাজ্ঞা নিয়ে এ তালিকা থেকে ঝরে পড়েন ১১৮ রুশ অ্যাথলেট। শেষ পর্যন্ত ২৭১ জনের দল নিয়ে রিও অলিম্পিকসে অংশ নেয় রাশিয়া। রিও গেমসে নিষিদ্ধ ছিল রাশিয়ার পুরো অ্যাথলেটিকস দল। তবে রিদমিক জিমন্যাস্টিকসে রিওতেও আলো ছড়ায় রাশিয়া। আর এতে সবচেয়ে আলোকিত মুখটি ছিল মারগারিতা মামুনের। ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টে হুপ, বল, ক্লাবস ও ফিতার চার রুটিনে ৮০ পয়েন্টের মধ্যে ৭৬.৪৮৩ স্কোর নিয়ে স্বর্ণ কুড়ান ২০ বছরের মারগারিতা। এতে রিতা মামুন পেছনে ফেলেন গত তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী রুশ তারকা ইয়ানা কুদরায়েতসেভাকে। রাশিয়ায় প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার রাজশাহীর ছেলে আবদুল্লাহ আল মামুনের কন্যা মারগারিতা জিমন্যাস্টিকসের জুনিয়র পর্যায়ে অল্প কিছুদিন বাংলাদেশের হয়ে অংশ নেন। পিতা আবদুল্লাহ মামুন চাইছিলেন মারগারিতা বাংলাদেশের পতাকাতলেই খেলুক। তবে বাংলাদেশে রিদমিক জিমন্যাস্টিকসের অনুশীলনে সীমাবদ্ধতা নিয়ে শেষ পর্যন্ত রাশিয়ার হয়েই খেলতে দেখা যায় মারগারিতাকে। আর এবারের অলিম্পিকে মারগারিতা মামুনের শিরোপাকে ‘দুই দেশের জয়’ হিসেবে দেখেন ক্রীড়াপ্রেমীরা। রিওতে স্বর্ণ জয় শেষে মারগারিতার কণ্ঠে ওঠে পিতৃভূমি বাংলাদেশের নামও। রুশ দৈনিক রাশিয়ানকে মারগারিতা মামুন বলেন, বাংলায় আমি এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি। ছোটবেলায় বাবা আমাকে বাংলা শেখাতেন। যদিও এখন তা অনেকটাই ভুলে গেছি। আমি জানি বাংলাদেশে আমার প্রচুর ভক্ত রয়েছে। তারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এতে আমার খুশির সীমা নেই। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় রিদমিক জিমন্যাস্টিকসের দলগত ইভেন্ট। প্রথম আসরে দলগত অল-অ্যারাউন্ড ইভেন্টের স্বর্ণ জেতে স্পেন। তবে পরের টানা পাঁচ অলিম্পিকসে এ শিরোপা কুড়ায় রাশিয়া। অলিম্পিকে ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টের শুরু ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। প্রথমবার এ শিরোপা জেতেন কানাডার লরি ফাং। তবে শেষ পাঁচবার এ গৌরব কুড়ালেন রুশ তারকারা। ২০০৮ ও ২০১২ অলিম্পিকসে এ ইভেন্টের শিরোপা জেতেন রুশ জিমন্যাস্ট ইয়েভগেনিয়া কানায়েভা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.