ময়মনসিংহের মাইজবাড়ি এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুর রাজ্জাককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।
রোববার দুপুরে নারী ও শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২২ বছর আগে সদর উপজেলার মাইজবাড়ি পাঁচমাইল গ্রামের ছমু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রামের জুলেখা খাতুনের। বিয়ের পর থেকেই স্বামী আব্দুর রাজ্জাক বিভিন্ন সময় যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করতেন।
২০১৩ সালের ৩ মার্চ নয় সন্তানের জননী স্ত্রী জুলেখা খাতুনের (৪০) কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে শ্বশুর বাড়ি পাঠান। পরিবারের কারো কাছে টাকা না পেয়ে জুলেখা খাতুন স্বামীর ঘরে ফিরে আসেন।
এতে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রী জুলেখা খাতুনকে হত্যা করেন।
ঘটনার পরদিন জুলেখার ছোট ভাই আজহারুল ইসলাম বাদী হয়ে আব্দুর রাজ্জাককে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর ১৯ জনের স্বাক্ষ্য-প্রমাণ শেষে রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ রায় ঘোষণা করেন।