“গরীবি হটাও কর্মসূচী”-আমাদের ইচ্ছা অনেক বড়, কিন্তু ক্ষমতা ছোট তারপরেও চেষ্টা করছি গ্রামের সহায়সম্বলহীন মানুষের অর্থনৈতিক উন্নয়নের। আমরা প্রতি মাসে অন্তত একজন বাংলাদেশি সহায়সম্বলহীন লোক খুঁজে বের করছি যাকে কোনকিছুর মাধ্যমে স্বাবলম্বী করে তোলা যায়। হতে পারে সেটা রিক্সা কিনে দেওয়া, গরু অথবা ছাগল কিনে দেওয়া, ছোট দোকান চালু করে দেওয়া, সেলাই মেশিন কিনে দেওয়া অথবা অন্য কোনভাবে। পরবর্তীতে পর্যবেক্ষণ করা এবং যাতে সে তার আয় থেকে কিছু সঞ্চয় করতে পারে সেই ব্যাপারে উদ্যোগী করা। এই কার্যক্রমের নাম “গরীবি হটাও কর্মসূচি”। ৭৫ জন সদস্যের মাসিক চাঁদার সহায়তায় পরিচালিত হয়, যারা সবাই বাংলাদেশি নাগরিক, অনেকের কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও সউদিআরব সহ বিভিন্ন দেশ হওয়ায় তারা দেশের বাইরে অবস্থান করছেন। কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে বাংলাদেশের যেকোনো জেলা থেকে হতদরিদ্র কাউকে খুঁজে বের করা হয়, সেটা হতে পারে কোন সদস্যর প্রস্তাবিত কেউ। তারপর শুরু হয় প্রাথমিক সাক্ষাৎকার পর্ব, উদ্দেশ্য ওই ব্যাক্তির সংক্ষিপ্ত বৃত্তান্ত নেওয়া, যেটা ভিডিও করে “গরীবি হটাও কর্মসূচির” ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া-যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সদস্যরা দেখে উক্ত হতদরিদ্রকে সাহায্য দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। পরবর্তী ধাপ হচ্ছে খুবই অনাড়ম্বরভাবে সাহায্য বিতরণ এবং সেটাও ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সদস্যদের মাঝে শেয়ার করা। দুই তিন মাস পরে নেওয়া হয় ফলোআপ যার দ্বারা আদৌ উক্ত সাহায্য হতদরিদ্র ব্যাক্তির কোন উপকারে আসছে কিনা তাহা যাচাই করা এবং সেটা ভিডিও করে সদস্যদের অবহিত করা। “গরীবি হটাও কর্মসূচি” যাত্রা শুরু করে ২০১৬ সালের মার্চ মাসে। এখন পর্যন্ত ৭ টি ভিন্ন ভিন্ন কার্যক্রমের মাধ্যমে নরসিংদী, পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় ১১ জনকে সাহায্য প্রদান করা হয়েছে। ১০০% স্বেচ্ছাসেবী এই সংগঠনের লক্ষ্য বৃহৎ আঙ্গিকে বাংলাদেশের প্রতিটা জেলায় সাহায্য দেওয়া এবং ক্ষুদ্রতম পর্যায়ে হলেও সাহায্যপ্রাপ্ত দরিদ্রদের সাবলম্বি করা। ৮ ম কর্মসূচি বাস্তবায়নের পথে। কর্মসূচির প্রস্তাবিত জেলা কুষ্টিয়ার ভেড়ামারা, এক স্বামী পরিত্যক্তা সহায়সম্বলহিন নাড়ি যার সাক্ষাৎকার পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই মাসেই হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ্।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.