একদিন আগেই মেক্সিকো সফরের পাশাপাশি অ্যারিজোনায় অভিবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন ডনাল্ড ট্রাম্প। পরের দিন সেই ক্লান্তিতেই হয়তো খুব সংক্ষেপেই নিজের বক্তব্য রাখলেন তিনি। বৃহস্পতিবার ওহাইও রাজ্যে দুইটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ট্রাম্প। আর দুই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন ১৭ মিনিট ও ২৩ মিনিট ধরে । সাধারণভাবে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী সাধারণত ঘণ্টার ওপর বক্তব্য রাখেন। এ খবর দিয়েছে এনবিসি নিউজ। খবরে বলা হয়, ওহাইও’তে আমেরিকান লিজিওন ন্যাশনাল কনফারেন্স শীর্ষক এক সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাম্প। এই অনুষ্ঠানে মাত্র ১৭ মিনিট বক্তব্য রাখেন তিনি। পরে ওই রাজ্যে সমর্থকদের এক র্যালিতেও অংশ নেন তিনি। আর তাতে তিনি বক্তব্য রাখেন ২৩ মিনিট। এসব বক্তব্যে ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ থিম নিয়েই মূলত কথা বলেছেন। এর মধ্যে এসেছে কর্মসংস্থান ও বাণিজ্য নিয়ে ট্রাম্পের ভাবনা। হিলারি ক্লিনটনের দুর্নীতির বিষয়টিও তিনি সামনে এনেছেন। ওহাইও’তে জনমত জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও চূড়ান্ত নির্বাচনে এই রাজ্যে ট্রাম্প নিজের জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী বলেও জানান। আমেরিকা ফার্স্ট থিমের বাইরের ইস্যুগুলোকে তেমন একটি আলোচনায় আনেননি তিনি। ধারণা করা হচ্ছে, আগের দিনের কর্মব্যস্ততার কারণেই ট্রাম্প এদিন খানিকটা নিষ্প্রভ ছিলেন। ওহাইও’র এসব প্রচারণার আগের দিনই ট্রাম্প মেক্সিকোতে ঝটিকা সফর করেন। সেখানে বৈঠক করেন মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে। ওই ঝটিকা সফরের পরই তিনি বক্তব্য রাখেন অ্যারিজোনায়। তাতে তুলে ধরেন অভিবাসন নিয়ে তার কঠোর অবস্থানের কথা। জানান, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল তোলার বিষয়টিও পুনরায় উল্লেখ করেন তিনি। জানান, এই দেয়াল তৈরির খরচ মেক্সিকোই বহন করবে। এর মাধ্যমে মেক্সিকোতে মাদকের আগমন ঠেকানো হবে বলে উল্লেখ করেন তিনি। মেক্সিকান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট পেনা নিয়েটো অবশ্য জানান, ট্রাম্পের উল্লিখিত দেয়ালের জন্য মেক্সিকো কোনোভাবেই টাকা দিবে না।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.